Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবার মতো ছেলেরও অভিষেক একই প্রযোজকের হাত ধরে


৩ অক্টোবর ২০১৮ ১৪:৫০

এন্টারটেইনমেন্ট ডেস্ক।।

বলিউডে নতুন নতুন মুখের আবির্ভাব ঘটেছে। সেসব নতুন মুখের মধ্যে রয়েছেন অনেক বলিউড তারকাদের সন্তানেরা। ক্যারিয়ার হিসেবে অভিনয়কে বেছে নিচ্ছেন। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন সুনীল শেঠির ছেলে আহান শেঠির নাম। বলিউডের বিখ্যাত পরিচালক ও প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার মাধ্যমে আহান শেঠির রপালী পর্দায় অভিষেক ঘটছে। ডিএনএকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটি জানান।

বিজ্ঞাপন

তেলেগু সিনেমা ‘আরএক্স ১০০’ এর রিমেক দিয়ে শুরু হবে আহানের বলিউড ক্যারিয়ার। সাজিদ নাদিয়াদওয়ালা বলেন, ‘আমি তেলেগু সিনেমাটির স্বত্ত্ব কিনেছি। আমি জানি আহান এই সিনেমাটি দশবার দেখেছে। পরিচালকের সঙ্গে সিনেমাটি নিয়ে কথাবার্তা চলছে।’

আহানের বাবা সুনীল শেঠিরও বলিউডে অভিষেক হয়েছিল সাজিদ নাদিয়াদওয়ালার হাত ধরে। সিনেমাটির নাম ছিল ‘ওয়াক্ত হামারা হ্যায়’। ১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। একই ব্যক্তির হাত ধরে ছেলের অভিষেক কাকতালীয় মনে করেন সাজিদ। তিনি বলেন, ‘এটি বেশ মজার ব্যাপার যে, সুনীলের ছেলের বলিউড ক্যারিয়ারও আমার মাধ্যমে শুরু হচ্ছে। আমি বিশ্বাস করি সে ভালো করবে।’

সিনেমাটি পরিচালনা কে করবেন সে বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি। তবে জানা গেছে ২০১৯ সালের মে মাসে মুক্তি পাবে সিনেমাটি।

সারাবাংলা/আরএসও/পিএ

আরএক্স ১০০ আহান শেঠি সাজিদ নাদিওয়ালা সুনীল শেঠি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর