Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিনেমাতেও তারা বাবা-মেয়ে!


৩ অক্টোবর ২০১৮ ১২:৫৩

সাইফ আলী খান সারা আলী খান

এন্টারটেইনমেন্ট ডেস্ক।।

সাইফ আলি খান কেবল অভিনেতা নন। প্রযোজকও বটে। বিভিন্ন সময় যৌথভাবে বেশকিছু সিনেমা তিনি প্রযোজনা করেছেন। এবার এককভাবে সিনেমা প্রযোজনায় উদ্যোগী হয়েছেন এই অভিনেতা। খুলেছেন ‌‌‌‘ব্ল্যাক নাইট ফিল্মস’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান। সহ প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে থাকছে নর্দান লাইটস ফিল্মস। আর এই নতুন প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম ছবির নাম ‌‘জাওয়ানি জানেমান’। এটি পরিচালনা করবেন নিতিন কাক্কর। খবর ভারতীয় সংবাদ মাধ্যমের।

বিজ্ঞাপন

সিনেমাটি হবে পারিবারিক কমেডি ঘরানার। যেখানে ৪০ বছর বয়সী এক বাবার সঙ্গে তার মেয়ের সম্পর্ক দেখানো হবে। সাইফ আলি খান অভিনয় করবেন কেন্দ্রীয় চরিত্রে। তবে মেয়ের চরিত্রে কে অভিনয় করবেন সেটা এখনো চূড়ান্ত করা হয়নি। যদিও শোনা যাচ্ছে সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান অভিনয় করবেন মেয়ের চরিত্রে।

সাইফ আলি খান ব্যক্তিগতভাবে নিতিন কাক্করকে পছন্দ করেন। সে কারণে নতুন প্রযোজনা প্রতিষ্ঠানটির প্রথম ছবিতে তাকে পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে বলে জানা গেছে। এদিকে ছবির সংলাপ লিখছেন হোসেইন দালাল। এর আগে হোসেইন ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘টু স্টেটস’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন।

এরইমধ্যে শুরু হয়ে গেছে সিনেমার প্রাক প্রস্তুতি। আগামী ২০১৯ সালে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

সারাবাংলা/আরএসও/টিএস

ব্ল্যাক নাইট ফিল্মস সাইফ আলি খান সারা আলি খান

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর