বাংলাদেশ উন্নয়ন মেলায় যাচ্ছে সৃষ্টি কালচারাল সেন্টার
২ অক্টোবর ২০১৮ ১৯:৪১ | আপডেট: ২ অক্টোবর ২০১৮ ১৯:৪৯
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
মরক্কোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ উন্নয়ন মেলা। মরক্কোর বাংলাদেশ দূতাবাস এর আয়োজন করেছে। যথারীতি মেলায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আর তাতে অংশ নিতে মরক্কো যাচ্ছে সৃষ্টি কালচারাল সেন্টার।
মরক্কোর রাজধানী রাবাত এর মান্যবর রাষ্ট্রদূত জনাব সুলতানা লায়লা হোসনের আমন্ত্রণে ৬ অক্টোবর শনিবার রাবাতের অ্যামেজিং সাংস্কৃতিক রয়্যাল ইন্সটিটিউট অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন তারা।
আরও পড়ুন : আট বছর পর এক ছবিতে অজয়-কাজল!
অনুষ্ঠানে রাবাতে অবস্থানকারী দেশের রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মকর্তা, রাবাতে বসবাসরত বাংলাদেশী ও মরক্কোর বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরার প্রয়াসে দীর্ঘ দিন ধরে এধরনের অনুষ্ঠান করে আসছে সৃষ্টি কালচারাল সেন্টার।
এবারের অনুষ্ঠানটি আরও ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে বলে জানান সংগঠনের পরিচালক বিশিষ্ট নৃত্যশিল্পী আনিসুল ইসলাম হিরু। তিনি বলেন, ‘দেশাত্ববোধক নাচের পাশাপাশি ফোক গান ও ঐতিহ্যবাহী দেশীয় নৃত্য পরিবেশন করব আমরা। এছাড়া গান গাইবেন বর্তমান সময়ের কণ্ঠশিল্পী স্বপ্নীল সজিব।’
স্বপ্নীল সজিব জানান, তাদের দল ৩ অক্টোবর মরক্কোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে এবং ১২ই অক্টোবর দেশে ফিরে আসবে। আনিসুল ইসলাম হিরুর নেতৃত্বে অনুষ্ঠানে আরও অংশ নেবেন নৃত্বশিল্পী মুশফিকুর রহমান ও কাজল।
সারাবাংলা/পিএ
আরও পড়ুন :
অভিযোগ থেকে অব্যাহতি পেলেন কল্যাণ
‘আমরা পিছিয়ে নেই, সিস্টেম পিছিয়ে আছে’
এক ফ্রেমে শাকিব-ফারিয়া, তবে কি শুটিং শুরু?
আমন্ত্রণপত্রে নেই পরিচালকের নাম, দ্বন্দ্ব নাকি ভুল বোঝাবুঝি?
প্রতিবেদন দাখিল হয়নি, পেছালো নওশাবার মামলা
মণিকর্ণিকার প্রথম ঝলক
ভোট পুনঃগণনার ফল প্রকাশ, বিজয়ীরা অপরিবর্তিত
আরো দেখুন :
লুবনা মারিয়ামের সাক্ষাৎকার: নাচের মানুষ, কাছের মানুষ
https://www.youtube.com/watch?v=Vlz9HVc3_tY