আমন্ত্রণপত্রে নেই পরিচালকের নাম, দ্বন্দ্ব নাকি ভুল বোঝাবুঝি?
২ অক্টোবর ২০১৮ ১৩:৩০ | আপডেট: ২ অক্টোবর ২০১৮ ১৮:০৬
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।
ফেরদৌস ও নিঝুম রুবিনা অভিনীত মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘মেঘকন্যা’। ছবিটি পরিচালনা করেছেন মিনহাজুল ইসলাম অভি। প্রযোজনা করেছেন এ জেড এম জাহাঙ্গীর কবীর। আসছে ১২ অক্টোবর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। মঙ্গলবার (২ অক্টোবর) এফডিসির ভিআইপি প্রজেকশন হলরুমে এ সংক্রান্ত বিষয় নিয়ে সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করে স্থগিত করা হয় সংবাদ সম্মেলন। সেই সঙ্গে ছবিটির নির্দিষ্ট তারিখে মুক্তি নিয়ে তৈরি হয় সংশয়।
আরও পড়ুন : প্রতিবেদন দাখিল হয়নি, পেছালো নওশাবার মামলা
এদিকে সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্র নিয়েও উঠেছে প্রশ্ন। কারণ আমন্ত্রণপত্রে ছবিটির পরিচালকের নাম নেই। এ নিয়ে চলছে কানাঘুষা। সামনে এসেছে পরিচালক-প্রযোজকের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের বিষয়টি। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় ছবিটির পরিচালক মিনহাজুল ইসলাম অভির সঙ্গে। তিনি সারাবাংলাকে বলেন,
‘আমি জানিনা কেনো আমন্ত্রণপত্রে আমার নাম দেয়া হয়নি! আমি কলকাতায় আমার নতুন সিনেমার লোকেশন দেখছি। সেটি নিয়ে আপাতত ব্যস্ত রয়েছি। আমার নাম না দেয়ার কারণ সিনেমার প্রযোজক ভালো বলতে পারবেন।’
ছবির প্রযোজক এ ডেড এম জাহাঙ্গীর কবীর জানান পরিচালকের সঙ্গে কোন দ্বন্দ্ব নেই। এটা সম্পূর্ণ ভুল ধারণা। তিনি সারাবাংলাকে বলেন,
‘অনেক সময়ে একসঙ্গে কাজ করতে গেলে কথা-কাটাকাটি হয়। এটা তেমন বড় কিছু না। এটাকে দ্বন্দ্ব বললে ভুল বলা হবে। এটা আসলে আমার ভুল। আমন্ত্রণপত্রে সবার নাম আছে কি না, সেটা আমার ভালো করে দেখা উচিৎ ছিল। সংবাদ সম্মেলন আয়োজন ও কার্ড ছাপিয়েছে লাইভ টেকনোলোজিস। এই বিষয়টা আমরা সংশ্লিষ্টরা কেউ ধরতে পারিনি। এ জন্য দুঃখ প্রকাশ করছি।’
তবে আমন্ত্রণপত্রে পরিচালকের নাম থাকা উচিত ছিল বলে মনে করেন তিনি। অন্যদিকে সিনেমার সংবাদ সম্মেল স্থগিত করা প্রসঙ্গে তিনি বলেন,
‘সিনেমাটি মুক্তি দেয়ার তারিখ দুই-তিন মাস আগে নিয়ে রেখেছিলাম। এখন এই তারিখে অন্য ছবি মুক্তি দিতে চাচ্ছে অনেকে। এতে করে একটি বা দু’টি প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি দেয়ার মানে হয়না। সাংবাদিকরা যদি সিনেমা মুক্তির নির্দিষ্ট তারিখ জানতে চেয়ে প্রশ্ন করেন তাহলে আমরা জবাব দিতে পারব না। কারণ মুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এখানে প্রচুর রাজনীতি হচ্ছে।’
এক লড়াকু নারীর জীবনের গল্প নিয়ে বিস্তৃত হয়েছে ছবির কাহিনী। এতে আরও অভিনয় করেছেন শম্পা, রেবেকা, সাবরিনা, হৃদা ও সিক্তা।
আরও পড়ুন :
মণিকর্ণিকার প্রথম ঝলক
ভোট পুনঃগণনার ফল প্রকাশ, বিজয়ীরা অপরিবর্তিত
সারাবাংলা/আরএসও/পিএম
আরো দেখুন :
লুবনা মারিয়ামের সাক্ষাৎকার: নাচের মানুষ, কাছের মানুষ
https://www.youtube.com/watch?v=Vlz9HVc3_tY