Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রশংসিত পূজা


১ অক্টোবর ২০১৮ ১৬:০৩ | আপডেট: ১ অক্টোবর ২০১৮ ১৬:১৭

নৃত্য

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

চীন সরকারের ১৯তম জাতীয় সম্মেলনের ঘোষণার অংশ হিসেবে ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর চীনের ডানহুয়াং শহরে অনুষ্ঠিত হয়ে গেল ‘আন্তর্জাতিক নৃত্য শিক্ষা সম্মেলন’। আয়োজন করে বেইজিং ড্যান্স একাডেমী, ক্যাপিটাল নরমাল বিশ্ববিদ্যালয় বেইজিং এবং নর্থওয়েস্ট নরমাল বিশ্ববিদ্যালয়। সম্মেলনে সারা বিশ্বের স্বনামধন্য নৃত্য শিল্পী ও নৃত্য প্রশিক্ষকদের চীনে আমন্ত্রণ জানায় দেশটির জাতীয় নৃত্য প্রশিক্ষক পরিষদ। সম্মানজনক এই আয়োজনে আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশের নৃত্যশিল্পী এবং তুরঙ্গমী’র আর্টিস্টিক ডিরেক্টর পূজা সেনগুপ্তকে।

বিজ্ঞাপন

আরও পড়ুন :  ভোট সংখ্যায় গড়মিল, পুনরায় চলছে গণনা


বাংলা সাহিত্যকে নাচে প্রয়োগ করে বাংলাদেশের নিজস্ব সমসাময়িক নৃত্যধারা তৈরির প্রয়াসের জন্যই এ সম্মেলনে আমন্ত্রণ পান পূজা। সম্মেলনে অংশগ্রহণ শেষে পূজা গতকাল (৩০ সেপ্টেম্বর) ঢাকা ফিরেছেন। সঙ্গে নিয়ে এসেছেন অনেক অনেক সুখবর।

আন্তর্জাতিক নৃত্যশিক্ষা সম্মেলনে পূজা সেনগুপ্ত ‘প্রথাগত ও সৃজনশীল নৃত্যশিক্ষা পদ্ধতির সহাবস্থান’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। বাংলাদেশে তুরঙ্গমী ‘স্কুল অব ড্যান্স’ এর শিক্ষার্থিদের নাচ শেখানোর এই পদ্ধতি সম্মেলনে আগত দেশ বিদেশের খ্যাতনামা নৃত্যশিল্পী ও নৃত্য প্রশিক্ষকদের প্রশংসা পেয়েছে।


আরও পড়ুন :  ‘চোখের সামনে ইন্দ্রনীলের চেহারা ভেসে ওঠে’


পূজা সেনগুপ্ত খুব আনন্দের সঙ্গে সারাবাংলাকে বলেন, ‘ভবিষ্যতে বিভিন্ন দেশে নাচ শেখার ক্ষেত্রে বাংলাদেশের নৃত্যশিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে সম্মেলনে অংশ নেয়া বিশ্বের খ্যাতনামা বেশ কিছু নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান।’ সম্মেলনে স্বাগতিক চীনসহ কোরিয়া, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, মোঙ্গোলিয়া, তাইওয়ান ও বাংলাদেশের নৃত্যশিক্ষা প্রদানকারী প্রায় ৩৮ টি বিশ্ববিদ্যালয় ও নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

বিজ্ঞাপন

আরও পড়ুন :  মন্টিতে মুগ্ধ সা রে গা মা পা


বাংলাদেশের নিজস্ব নৃত্যধারা নির্মাণ ও বিশ্বব্যাপী এর প্রচার ও প্রসারের  লক্ষ্যে কাজ করছে তুরঙ্গমী। তুরঙ্গমীর সঙ্গে যুক্ত হয়ে নাচ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করতে আগ্রহ দেখিয়েছেন বিদেশি নৃত্যশিল্পীরা।

এই আনন্দের সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি সুখবর। হাতিরঝিলে তৈরী হওয়া মঞ্চে শুক্রবার (৫ অক্টোবর) মঞ্চস্থ হবে দেশের প্রথম ও একমাত্র ড্যান্স থিয়েটার ওয়াটারনেস। এর মূল ভাবনা, নৃত্য পরিচালনা ও নির্দেশনা দিয়েছেন পূজা সেনগুপ্ত। এর নৃত্য ও অভিনয়ে আছেন পূজা সেনগুপ্ত, আতিক রহমান, আবু নাঈম, রিদিতা, ইয়াসনা, দাউদ, লিজা, তৃণা। ওয়াটারনেস জল ও নারীর সম্পর্ক নিয়ে ৪৫ মিনিটের একটি প্রযোজনা।


আরও পড়ুন :  ঐশীর মাথায় সেরা সুন্দরীর মুকুট


সারাবাংলা/পিএ/পিএম


আরো দেখুন :

লুবনা মারিয়ামের সাক্ষাৎকার: নাচের মানুষ, কাছের মানুষ

https://www.youtube.com/watch?v=Vlz9HVc3_tY

তুরঙ্গমী নৃত্য পূজা সেনগুপ্ত

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর