Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়া মাতাবে ‘মাকসুদ ও ঢাকা’


৩০ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৫১ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮ ২০:১৬

মাকসুদ ও ঢাকা

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

অস্ট্রেলিয়ায় গান শোনাতে যাচ্ছে দেশের নামকরা ব্যান্ড ‘মাকসুদ ও ঢাকা’। সেখানে তিনটি জায়গায় তিনটি কনসার্টে অংশ নেবে ব্যান্ডটি। এ উদ্দেশ্যে ৩ অক্টোবর ঢাকা ছারবে ‘মাকসুদ ও ঢাকা’ এবং দেশে ফিরবে ২২ অক্টোবর।

ব্যান্ডটির প্রথম কনসার্ট ৫ অক্টোবর, হবে অ্যাডিলেডে। দ্বিতীয় ও তৃতীয় কনসার্ট যথাক্রমে ১৩ ও ২১ অক্টোবর, সিডনি ও মেলবোর্নে।


আরও পড়ুন :  ২০ বছরে চ্যানেল আই


বর্তমানে ‘মাকসুদ ও ঢাকা’ ব্যান্ডের সদস্যরা হোলেন মাকসুদুল হক- প্রধান কণ্ঠশিল্পী এবং দলপ্রধান , ফজলুল হক মন্টু- ড্রামস, জন সুতন মুন্সী- বেজ গিটার এবং কণ্ঠশিল্পী, একরামুল হক- গিটার এবং কণ্ঠশিল্পী, গোলাম রাব্বানী সোহাগ- কি বোর্ড ও কণ্ঠশিল্পী।

দলপ্রধান মাকসুদ বলেন, ‘অস্ট্রেলিয়ায় অনেক প্রবাসীরা আছেন। তারা একসময় আমাদের গান শুনেছেন। সেইগানগুলো করব। তাছাড়া বাউল গানের প্রতি সবারই একটা টান আছে। তাই বাউল গানও করব।’

অস্ট্রেলিয়ায় মাকসুদ ও ঢাকা ব্যান্ডের দ্বিতীয় সফর এটি। ২০১৩ সালে সিডনি ও ক্যানবেরায় হয় তাদের প্রথম কনসার্ট।

সারাবাংলা/পিএ


আরও পড়ুন :

আমিরের সঙ্গে কাজ করতে চান ঐশ্বরিয়া

মেয়ে গাইলো বাবার গান

কে হচ্ছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ?

তনুশ্রীর কাছে নানা’র নোটিশ


আরো দেখুন :

লুবনা মারিয়ামের সাক্ষাৎকার: নাচের মানুষ, কাছের মানুষ

https://www.youtube.com/watch?v=Vlz9HVc3_tY

ব্যান্ড মাকসুদ ও ঢাকা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর