সিজন দুই নিয়ে আসছে ‘দুরন্ত সময়’
২৯ সেপ্টেম্বর ২০১৮ ১৮:২৭ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮ ১৯:০৭
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।
ছোটদের টেলিভিশন দুরন্ত। এই টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘দুরন্ত সময়’। শিশুদের কাছে অনুষ্ঠানটি বেশ প্রিয়। এই অনুষ্ঠানে খেলাধুলা আর বিনোদনের মাধ্যমে শিশুদের ব্যায়াম শেখানো হয়। শিশুরাও মজার ছলে দেখে দেখে ব্যায়ামের অনুকরন করে। এভাবেই দেখতে দেখতে এক সিজন পার করে ফেলেছে দুরন্ত সময়।
এবার আসছে ‘দুরন্ত সময়’ এর দ্বিতীয় সিজন। তবে এই সিজনে অনুষ্ঠানটিতে নতুন কিছু বিষয় যুক্ত হচ্ছে। এ বিষয়ে অনুষ্ঠানের দুই পরিচালক পার্থ প্রতিম হালদার ও জামাল হোসেন আবির বলেন, ‘প্রথম সিজনের মূল উদ্দেশ্য ছিল শহুরে শিশুদের ব্যায়ামে অনুপ্রাণিত করা। কারণ তারা ব্যায়ামের সুযোগ খুব একটা পায়না। আমাদের উদ্দেশ্য ছিল খেলতে খেলতে শিশুদের ব্যায়াম করানো। এবার নতুন সিজনে আরো কিছু বিষয় যুক্ত করেছি আমরা। এরমধ্যে রয়েছে ছড়াগান। প্রথম সিজনে ছড়া স্বল্প আকারে ছিল। এবার প্রতি পর্বে তিনটি করে ছড়াগান থাকবে। এছাড়া বিভিন্ন পেশাকে চেনানো হবে। এই অনুষ্ঠানের মাধ্যমে ৫০-৬০ টি পেশার মানুষকে শিশুরা চিনতে পারবে।’
অনুষ্ঠানটির কোরিওগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করছেন সুইটি দাশ চৌধুরী। তিনি বলেন, ‘শিশুদের এই অনুষ্ঠানটিতে কোন এক বিষয়ের ওপর কেন্দ্র করে ছড়া গান থাকে। পুলিশ, দমকলকর্মীসহ বিভিন্ন বিষয়। আমার যেটা কাজ হলো, সূচনা সংগীতে ব্যায়াম নাচের মাধ্যমে কিভাবে ক্রিয়েটিভভাবে করতে পারবে সেটা দেখিয়ে দেয়া। এছাড়া ছাড়াগান, আর সমাপ্তি সংগীতেও আমি কোরিওগ্রাফি করেছি।’
দ্বিতীয় সিজনে ৬৫ পর্বের এই অনুষ্ঠানে ৭১ টি ছড়াগান ব্যবহৃত হয়েছে। গানগুলো লিখেছেন জুয়েল কবীর আকাশ। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আবিদা সুলতানা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফরা, পারিশা, ঋদ্ধি, প্রহর, রোজা, মেধা, আরবিন, লারিসা, নোরা, ফাবিহা। খালামনি চরিত্রে তন্নি, প্রেমা, সোমা, সিন্থিয়া ও চাচ্চু চরিত্রে আকাশ।
ছবিঃ আশীষ সেনগুপ্ত
সারাবাংলা/আরএসও/পিএম
আরও পড়ুন :
শাটলার শ্রদ্ধা!
ডিরেক্টরস গিল্ড নির্বাচন: সভাপতি লাভলু, অলিক সম্পাদক
রাফ অ্যান্ড টাফ লুকে বাপ্পী চৌধুরী
গঠনতন্ত্রে মানা, গুজব ভাসে নানা
প্রত্যাশা মাফিক এগোচ্ছে ‘সুই ধাগা’
ভোট ৪৫৬টি, ফল দিতে কত দেরি?
আরো দেখুন :
লুবনা মারিয়ামের সাক্ষাৎকার: নাচের মানুষ, কাছের মানুষ
https://www.youtube.com/watch?v=Vlz9HVc3_tY