শাটলার শ্রদ্ধা!
২৯ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৫৬ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৫৭
এন্টারটেইনমেন্ট ডেস্ক।।
গায়ে খেলোয়াড়ি পোশাক। বাঁ হাতে ব্যাডমিন্টন। ডান হাত মুষ্টিবদ্ধ। মুখের অভিব্যক্তি দেখলে যে কেউ বুঝে যাবেন যে, প্রতিপক্ষকে ঘায়েল করে বিজয়োল্লাস করছেন এক নারী শাটলার। এই নারী শাটলার আর কেউ নন স্বয়ং শ্রদ্ধা কাপুর।
আরও পড়ুন : ডিরেক্টরস গিল্ড নির্বাচন: সভাপতি লাভলু, অলিক সম্পাদক
ভারতের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেওয়ালের বায়োপিক সিনেমা ‘সাইনা’র প্রথম পোস্টারে এভাবেই ধরা দিয়েছেন শ্রদ্ধা। ইন্সটাগ্রামে নিজের নতুন বায়োপিক সিনেমার পোস্টার প্রকাশ করেছেন নিজেই।
বায়োপিক এই সিনেমা সম্পর্কে শ্রদ্ধা ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘ব্যাটমিন্টন খুব কঠিন খেলা। কিন্তু আমি এটা উপভোগ করছি। একজন ক্রীড়াবিদের চরিত্রে অভিনয় করতে পেরে আমি সত্যিই আনন্দিত। এই ছবির মাধ্যমে আমি তার খেলোয়াড়ী জীবনের নানা দিক সম্পর্কে জানতে পারছি।’
আরও পড়ুন : রাফ অ্যান্ড টাফ লুকে বাপ্পী চৌধুরী
গেলো ২৪ সেপ্টেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হয়। শ্রদ্ধা কাপুর প্রায় দেড় মাস ধরে ভারতীয় ব্যাডমিন্টন টিমের কোচ পুলেল্লা গোপীচাঁদের কাছে ট্রেনিং নিয়েছেন এই ছবিতে অভিনয় করার জন্য।
এর আগে শ্রদ্ধা কাপুর হাসিনা পার্কারের বায়োপিক ছবিতে অভিনয় করেছেন। সেটিতে অভিনয় করে তিনি চলচ্চিত্র সমালোচকদের প্রশংসা কুড়ান।
সারাবাংলা/আরএসও/পিএম
আরও পড়ুন :
গঠনতন্ত্রে মানা, গুজব ভাসে নানা
প্রত্যাশা মাফিক এগোচ্ছে ‘সুই ধাগা’
ভোট ৪৫৬টি, ফল দিতে কত দেরি?
আরো দেখুন :
লুবনা মারিয়ামের সাক্ষাৎকার: নাচের মানুষ, কাছের মানুষ
https://www.youtube.com/watch?v=Vlz9HVc3_tY