Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হাসিনা: অ্যা ডটার্স টেল’


২৮ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৪৯ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮ ১৮:০৩

শেখ হাসিনা

।। এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন আজ (২৮ সেপ্টেম্বর)। নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। এ আনন্দের দিনেই চমক দিল একটি ভিডিও। ভিডিওর নাম ‘হাসিনা: অ্যা  ডটার্স টেল’।

ভিডিওর প্রতি দৃশ্যেই কেমন এক কৌতূহল। কোনো কিছুই যেন পরিষ্কার হচ্ছে না। শুধু এতটুকুই পরিষ্কার হয়েছে যে ভিডিওটি প্রধানমন্ত্রী শেষ হাসিনা ও তার পরিবারকে নিয়ে।

তাহলে এটা কি প্রধানমন্ত্রীর বায়োপিক? না কি আসলে? সেটা জানতে চাওয়া হলো ‘হাসিনা: অ্যা ডটার্স টেল’ এর পরিচালক পিপলু আর খানের কাছে। পাঁচবছর ধরে যিনি অনেক গোপনে কিন্তু অনেক স্বতস্ফূর্ততায় কাজ করে গেছেন বিষয়টি নিয়ে। বেসরকারি প্রতিষ্ঠান সিআরআই ও অ্যাপেলবক্স মিলে নির্মাণ করেছেন এই অডিও ভিজ্যুয়াল।

পিপলুর মতে এটি একটি ‘ফিচার লেন্থ ডকুমেন্টরি’। যার দৈর্ঘ্য ৭০ মিনিট। বিস্তারিত জানতে চাইলে পিপলু আর খান সারাবাংলাকে বলেন, ‘২০১৩ সালে আমি এই কাজ শুরু করি। এটাকে একেবারেই মাননীয় প্রধানমন্ত্রীর বায়েপিক বা তার পরিবার নিয়ে সিনেমা বলা যাবে না। ‘হাসিনা: অ্যা ডটার্স টেল’ ছবিতে প্রধানমন্ত্রীর বাইরে একজন শেখ হাসিনাকে তুলে ধরার জন্যই বলা হয়েছিল আমাকে। আমিও তাই করেছি। আর এখানে প্রধানমন্ত্রীর কথাই শুধু নয়, তার পরিবারের সদস্যদের কথাও উঠে এসেছে। আমি গণভবনে, বিদেশে বিভিন্ন সময়ে এর দৃশ্যধারণ করেছি।’

প্রকাশিত ট্রেইলারটি ব্যাখ্যা করেছেন পিপলু আর খান। তিনি বলেন, ‘ট্রেইলারে কিন্তু আমার শেখ রেহানার কণ্ঠ শুনেছি। আমি ইচ্ছা করেই ট্রেইলারে শেখ হাসিনার কণ্ঠ রাখিনি। এমনকী তাকে পুরোপুরি দেখায়নি। তার উপস্থিতি এবং কণ্ঠ দর্শক-শ্রোতাদের জন্য আরও বড় চমক হয়ে থাক।’

বিজ্ঞাপন

ট্রেইলারে বিদেশের কিছু দৃশ্য দেখা গেছে। পিপলুর বক্তব্য, ‘৭৫-এর পর শেখ হাসিনা ও শেখ রেহানা জার্মানিতে ছিলেন। সেই সময়ের কথা বলতেই বিদেশের দৃশ্য রাখা হয়েছে।’

ট্রেইলারের একটি অংশে মৃদুভাবে শেখ হাসিনার কণ্ঠ শোনা গেছে এবং দেখে মনে হয়েছে তিনি রান্না করছেন। পিপলু হাসতে হাসতে বললেন, ‘হ্যাঁ তিনি রান্না করেন এবং ভিডিওটি আমাদেরই করা। ছবিতে যত দৃশ্য সব আমাদের ধারণ করা। কোনো মোবাইলের ফুটেজ এখানে নেই। ওই যে বললাম, অনেকদিন ধরে এর দৃশ্যধারণ করেছি।’

এখন চলছে এর পোস্ট প্রোডাকশনের কাজ। চলতি বছরেই পুরো ফিচার লেন্থ ডকুমেন্টরি দেখতে পাবেন দর্শকরা। প্রেক্ষাগৃহেও ‘হাসিনা: অ্যা ডটার্স টেল’ দেখা যাবে বলে জানিয়েছেন পরিচালক।

সারাবাংলা/পিএ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর