Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বামবা’র কনসার্টে দেখা যাবে এশিয়া কাপ ফাইনাল


২৭ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৪৭

বামবা

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বামবা’র কনসার্ট। ‘কনসার্ট ফর অটিজম অ্যাওয়ারনেস’ শিরোনামে অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজন। দেশের নতুন পুরনো ১২টি ব্যান্ড গাইবে এক মঞ্চে।

আগ্রহীরা শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ঢুকতে পারবেন কনসার্টে। আর এটি শুরু হবে ৩টা থেকে। আয়োজনে অংশ নেবে সোলস, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, দলছুট, ভাইকিংস, শিরোনামহীন, মাকসুদ ও ঢাকা, পাওয়ারসার্জ, নেমেসিস, আর্বোভাইরাস ও দৃক।

কনসার্টটি যৌথভাবে আয়োজন করছে পিএফডিএ-ভোকেশনাল ট্রেনিং সেন্টার (পিএফডিএ-ভিটিসি), বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা), সমাজকল্যাণ মন্ত্রণালয় ও স্ক্যাইট্র্যাকার লিমিটেড।

যারা মনে করছেন কনসার্টে গেলে বাংলাদেশ ভারতের এশিয়া কাপ ফাইনাল দেখতে পাবেন না, তারা ভুল ভাবছেন। কারণ আর্মি স্টেডিয়ামের বড় পর্দায় এশিয়া কাপের ফাইনাল খেলাও দেখানো হবে। কনসার্টে সরাসরি খেলা দেখাবে মাছরাঙ্গা টেলিভিশন।

বিষয়গুলো নিশ্চিত করেছেন বামবা’র সভাপতি হামিন আহমেদ। তিনি আরও বলেন, ‘গানের সঙ্গে খেলা দেখার সুবিধাটি দর্শক-শ্রোতাদের আরও আনন্দ দেবে বলে আশা করছি।’

বাগডুম ডট কমে পাওয়া যাচ্ছে টিকিট। ২০০ টাকা খরচে এই সুবিধা পাবেন আগ্রহীরা।

প্রচ্ছদ: ফাইল ছবি

ছবি: আশীষ সেনগুপ্ত

সারাবাংলা/পিএ

কনসার্ট বামবা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর