Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চার চঞ্চল!


২৬ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৫৫ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮ ১৮:১৮

চঞ্চল চৌধুরী

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

অভিনয়ের জন্য কতকিছুই না করতে হয় অভিনেতা-অভিনেত্রীদের। চঞ্চল চৌধুরীও তার ব্যতিক্রম না। গল্পের প্রয়োজনে নানা রকম চরিত্রে অভিনয় করেছেন এবং করছেন। চরিত্রের বৈচিত্রতায় মুগ্ধ করেই যাচ্ছেন দর্শকদের। গ্রামের ছেলে, শহরের মানুষ, পাগল, প্রেমিক, হত দরিদ্র-কত না চরিত্রেই দেখা গেছে তাকে। তবে এবার চঞ্চল এমন এক চরিত্রে অভিনয় করলেন যা আগে কখনও করেননি তিনি। আর সেটি হলো নারীর চরিত্রে।

বিজ্ঞাপন

প্রথমবারের মতো নারীর বেশে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। এসময় তাকে দেখা গেছে শাড়ি পরা অবস্থায়। রান্নাঘরে তিনি দাঁড়িয়ে থেকে কথা বলছিলেন আর কাজ করছিলেন। তাকে রুটিও বানাতে দেখা গেছে। এমন চেহারায় চঞ্চলকে আগে দেখেননি দর্শকরা।

হঠাৎ নারীর বেশে ক্যামেরার সামনে আসা প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘অনেক রকম চরিত্রে অভিনয় করেছি, কিন্তু নারীর বেশে প্রথম আসলাম ক্যামেরার সামনে। এখানে আমাকে দেখা যাচ্ছে যে আমি রুটি বেলছি। আসলে এখানে আমি কাজের বুয়ার চরিত্রে অভিনয় করেছি। এমনকি কণ্ঠও পরিবর্তন করে কথা বলতে হয়েছে আমাকে।’

একটি মুঠোফোন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে এমন চরিত্রে হাজির হচ্ছেন চঞ্চল। শুধু নারী চরিত্রেই নয়, বিজ্ঞাপন চিত্রে আরও তিন ধরনের চরিত্রে দেখা যাবে চঞ্চলকে। সেই চরিত্রগুলো হলো বিয়ে বাড়িতে ভিডিও করা এক কর্মী, টুরিস্ট, নেতা ও নারী। চারটি চরিত্রের একটি টিজার দেখা যাচ্ছে অনলাইনে। অক্টোবরের ১ তারিখ থেকে টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচার শুরু হবে বিজ্ঞাপনগুলো। এতে চঞ্চলের সঙ্গে দেখা যাবে তিশাকে।

সারাবাংলা/পিএ/পিএম


আরও পড়ুন :

‘‍ব্রহ্মাস্ত্র’কে ভিন্নধর্মী সিনেমা বললেন আলিয়া

এশিয়ায় প্রভাবশালী শাহরুখ খান ও ঐশ্বরিয়া

অভিযোগ অস্বীকার করলেন রাশেদ রাহা

‘বাজার’ নিয়ে আসছেন সাইফ

সজলকেই বিয়ে করবেন জাহারা মিতু!

‘হিচকি’ যাচ্ছে চীনে

এসএটিভির নতুন রিয়েলিটি শো

 

বিজ্ঞাপন

আরো দেখুন :

লুবনা মারিয়ামের সাক্ষাৎকার: নাচের মানুষ, কাছের মানুষ

https://www.youtube.com/watch?v=Vlz9HVc3_tY

অভিনেতা চঞ্চল চৌধুরী

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর