অভিযোগ অস্বীকার করলেন রাশেদ রাহা
২৬ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৩৭ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮ ১৫:০৪
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।
‘আমার বিরুদ্ধে যে অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি কখনও কারও টাকা আত্মসাৎ করিনি। একজন পরিচালকের বিরুদ্ধে এরকম অভিযোগ আনা মানহানিকর।’
পরিচালক রাশেদ রাহার বিরুদ্ধে গতকাল (২৫ সেপ্টেম্বর) অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। অভিযোগ করেন প্রযোজক শাহাদাৎ হোসেন সাগর। অভিযোগের বিপরীতে এভাবেই সারাবাংলার কাছে আত্মপক্ষ সমর্থন করেন রাশেদ রাহা।
আরও পড়ুন : ‘বাজার’ নিয়ে আসছেন সাইফ
অভিযোগে প্রযোজক শাহাদাৎ হোসেন সাগর জানান, নাটক নির্মাণের জন্য রাশেদ রাহার কাছে অর্থলগ্নি করেন তিনি। কিন্তু রাশেদ রাহা সময় মতো লগ্নিকৃত টাকা লভ্যাংশসহ ফেরত না দিয়ে তা আত্মসাৎ করেছেন। শাহাদাৎ হোসেন সাগর দাবি করেছেন পাঁচ লাখ টাকা আত্মসাৎ করেছেন রাহা।
পুরো বিষয়টি আরও পরিষ্কারভাবে জানার জন্য যোগাযোগ করা হয় নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সঙ্গে। সংগঠনটির সাধারণ সম্পাদক এস এ হক অলিক বিষয়টি সম্পর্কে অবহিত নন বলে জানান। তিনি সারাবাংলাকে বলেন,
‘ডিরেক্টরস গিল্ড নির্বাচন নিয়ে ব্যস্ত রয়েছি। সেকারণে অন্যদিকে নজর দিতে পারছি না। আমরা ঘটনাটি জানার চেষ্টা করব। নির্বাচন যাওয়ার পর এটি নিয়ে পদক্ষেপ নেব।’
রাশেদ রাহা এখন টাঙ্গাইলে ‘দেবীপক্ষ’ নাটকের শুটিং করছেন। নাটকটিতে অভিনয় করছেন মাজনুন মিজান এবং সোহানা সাবা। দূর্গাপূজায় নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।
আরও পড়ুন :
সজলকেই বিয়ে করবেন জাহারা মিতু!
‘হিচকি’ যাচ্ছে চীনে
এসএটিভির নতুন রিয়েলিটি শো
সারাবাংলা/আরএসও/পিএ
আরো দেখুন :
লুবনা মারিয়ামের সাক্ষাৎকার: নাচের মানুষ, কাছের মানুষ
https://www.youtube.com/watch?v=Vlz9HVc3_tY