Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন রিয়েলিটি শো নিয়ে আসছে এসএটিভি


২৬ সেপ্টেম্বর ২০১৮ ১২:২২ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৩১

এসএটিভির নতুন রিয়েলিটি শো

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

শুরু হতে যাচ্ছে নতুন রিয়েলিটি শো ‘মিস কালচার অ্যান্ড ট্যুরিজম বাংলাদেশ ২০১৮’। দেশব্যাপি প্রতিযোগিতার মাধ্যমে নারী প্রতিযোগীরা দেশীয় সংস্কৃতি তুলে ধরবেন। নাচ, গান, অভিনয় ও সাধারণ জ্ঞানের প্রতিযোগিতায় অংশ নেয়ার মাধ্যমে বিজয়ী ৫ জন প্রতিযোগী অংশ নেবেন মূল পর্বে। আগামী নভেম্বরে চীনে অনুষ্ঠিত হবে রিয়েলিটি শো-য়ের গ্র্যান্ড ফিনালে।


আরও পড়ুন :  ‘পুরোদস্তুর কমার্শিয়াল ছবিতে অভিনয় করার যোগ্যতা আমার নেই’


দেশে রিয়েলিটি শো-টি প্রচার করবে এসএটিভি। শো-টি প্রচার উপলক্ষে গতকাল (২৫ সেপ্টেম্বর) এসএটিভি ও বিনোদনমূলক ভিডিও অ্যাপ লিংকাস এর মধ্যে চুক্তি সম্পাদিত হয়। অনুষ্ঠানে এসএ চ্যানেল প্রাইভেট লিমিটেডের  ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ ও লিংকাস নেটওয়ার্ক টেকনোলজি বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ইয়ে লিয়াং চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসএটিভির উপ ব্যবস্থাপনা পরিচালক সেলিনা আখতার, সিইও সৈয়দ সালাহউদ্দিন জাকী, সেলস অ্যান্ড মার্কেটিং প্রধান সায়েম সামাদ, হেড অব নিউজ আহসানউদ্দৌলা মারুফ, চীফ নিউজ এডিটর শাহনেওয়াজ দুলাল, অ্যাসাইনমেন্ট এডিটর ওয়াহিদ মিল্টন, ট্যুরিজম ডেভেলপার এসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি সৈয়দ হাবিব আলী।

রিয়েলিটি শো ‘মিস কালচার অ্যান্ড ট্যুরিজম বাংলাদেশ ২০১৮’ শোটি আগামী ১৭ অক্টোবর থেকে এসএটিভিতে প্রচার শুরু হবে।

সারাবাংলা/পিএ/আরএসও/পিএম


আরো দেখুন :

লুবনা মারিয়ামের সাক্ষাৎকার: নাচের মানুষ, কাছের মানুষ

https://www.youtube.com/watch?v=Vlz9HVc3_tY

এসএটিভি রিয়েলিটি শো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর