টাইগার-দিশার হাফ হানিমুন!
২ জানুয়ারি ২০১৮ ১৩:০৯ | আপডেট: ২ জানুয়ারি ২০১৮ ১৩:১৫
এন্টারটেইনমেন্ট ডেস্ক
একই সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়ার ঘটনা ঘটে নিয়মিত। বলিউডের বহু হার্টথ্রব জুটির প্রেমের সূত্রপাত হয়েছে সিনেমার সেট থেকে। বি-টাউনের নতুন সেনসেশন দিশা পাটানি ও টাইগার শ্রফের ক্ষেত্রেও ঘটেছে একই ঘটনা!
‘বাঘি-২’ সিনেমাতে অভিনয়ের সূত্রে দিশা ও টাইগারের পরিচয়। তারপর প্রেম! সেখান থেকেই কাজের অবসরে বর্তমানে শ্রীলঙ্কায় রয়েছে এই জুটি। দ্বিপ দেশটিতে নতুন বছরকে স্বাগত জানানোর পাশাপাশি ‘হাফ হানিমুনটা’ও সেরে ফেলছেন তারা! আর এই খবর রটাচ্ছে সমালোচকেরা।
সম্প্রতি ইনস্টগ্রামে বিকিনি পরে একটি ছবি পোস্ট করেন দিশা। এরপরই শুরু হয় সমালোচনা। সমালোচকেরা বলতে শুরু করেন ছবিটি টাইগার শ্রফের তোলা। ‘হাফ হানিমুন’ জানান দেয়ার জন্যই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেন দিশা।
সমালোচনার জবাবে কোনো মন্তব্য করেননি দিশা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘পোস্ট করা ছবিগুলো হলিডে কাটানোর মুহূর্তের। এর পেছনে বিশেষ কোনো কারণ নেই।’
সারাবাংলা/টিএস/পিএ