শুরু হচ্ছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব
২৩ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৪২ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮ ১৯:১৭
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
বাংলাদেশ ও ভারতের বিভিন্ন সাংস্কৃতিক ও নাট্য দলের অংশগ্রহণে প্রতিবছর অনুষ্ঠিত হয়ে আসছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব। সেই ধারাবাহিকতায় চলতি বছরেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আয়োজন। অক্টোবর মাসের ৫ তারিখ থেকে শুরু হচ্ছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব, চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। রাজধানীর শিল্পকলা একাডেমির তিনটি মঞ্চ এবং উন্মুক্ত প্রাঙ্গণে থাকবে অনুষ্ঠান।
আরও পড়ুন : অক্টোবরে আসছেন মাহি-ডিএ তায়েব
জাতীয় নাট্যশালা, এক্সপেরিমেন্টাল থিয়েটার এবং স্টুডিও থিয়েটারে উৎসবের প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে মঞ্চস্থ হবে নাটক। অন্যদিকে ৬ থেকে ১৫ অক্টোবর বিকাল ৪টা ৩০ মিনিট থেকে শিল্পকলার উন্মুক্ত মঞ্চে থাকবে আবৃত্তি, সংগীত, নৃত্য, পথনাটক, মুকাভিনয়।
এবারের আয়োজনে ভারত থেকে অংশগ্রহণ করবে ড্যান্সার্স গিল্ড, প্রাচ্য, অনীক ও বহরমপুর কলাক্ষেত্র। দলগুলো সবাই নাটক পরিবেশন করবে। মোট ত্রিশটি মঞ্চ নাটক পরিবেশিত হবে এবারের উৎসবে। উন্মুক্ত মঞ্চে ৬ থেকে ১৪ অক্টোবর প্রতিদিন বিকাল ৪টা ৩০ মিনিটে পরিবেশিত হবে শিশুসংগঠনের পরিবেশনা।
গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসব পর্ষদ আয়েজিত উৎসবে সহযোগিতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমি ও ইন্ডিয়া বাংলাদেশ ফাউন্ডেশন।
আরও পড়ুন :
ঈশানকে জাহ্নবীর চ্যালেঞ্জ
মেকআপ সহ মেকআপ ছাড়া!
বলিউডের নতুন দুঃসংবাদ
অস্কারে যাচ্ছে ‘ডুব’
আরো দেখুন :
https://www.youtube.com/watch?time_continue=2&v=vub4QH28-FM
সারাবাংলা/পিএ/প্্রিম