Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বলিউডের নতুন দুঃসংবাদ


২৩ সেপ্টেম্বর ২০১৮ ১৪:০৪ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৪৭

আয়ুশ্মান খুড়ানা

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

প্রথমে ইরফান খান, এরপর সোনালী বেন্দ্রে। বছরের শুরু থেকেই একের পর এক দুঃসংবাদ শুনছে বলিউড। এবার আসলো নতুন দুঃসংবাদ। দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়েছেন আয়ুশ্মান খুড়ানার স্ত্রী তাহিরা ক্যাশ্যপও। ‘টফি’ সিনেমার এই পিরচালক আক্রান্ত হয়েছেন স্তন ক্যান্সারে।

তাহিরা ক্যাশ্যপ সব সময় আড়ালে থাকতেই পছন্দ করতেন। এ বছরের শুরুতে যখন ‘টফি’ মুক্তি পায় তখনো তিনি খুব একটা প্রচারণায় আসেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় লিখেছেন, খবরের শিরোনাম হতে অপছন্দ করেন তিনি। এই অপছন্দের ব্যাপারটিই এবার ঘটলো তার সঙ্গে। তবে তাহিরা খবর হলেন নিজের অসুখের জন্য।


আরও পড়ুন :  অস্কারে যাচ্ছে ‘ডুব’


স্তনের ক্যান্সারের খবরটি বেশ মজা করেই জানিয়েছেন তাহিরা। মৃত্যুর সঙ্গে এই লড়াইটা যে তিনি বেশ উপভোগ করবেন সেটার ইঙ্গিতও তিনি দিয়ে রেখেছেন নিজের লেখায়। তাহিরা লিখেছেন, জীবনের একটা অন্য মানে তিনি খুঁজে পেয়েছেন। নিজেকে আরও বেশি ভালবাসতে চান এবার।

নিজের একটা ছবি দিয়ে তিনি বলেছেন, ‘প্রতিটি স্তনেরই হয়তো নিজস্ব একটা গল্প থাকে।’

প্রসঙ্গত, তাহিরা বর্তমানে স্টেজ জিরো ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। তাহিরার স্তনে ডাকটাল কারসিনোমা ইন সিটু হয়েছে। এ ক্ষেত্রে নির্দিষ্ট একটি জায়গায় ক্যানসার কোষ বৃদ্ধি পাচ্ছে। অস্ত্রোপচার করলে তার ক্যান্সার সেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সারাবাংলা/টিএস/পিএম

https://www.instagram.com/p/BoBcZZ3BZuq/?utm_source=ig_embed

আয়ুশ্মান খুড়ানা ইরফান খান তাহিরা কাশ্যপ সোনালী বেন্দ্রে

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর