Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিক্ততা ভুলে করণের সিনেমায় কাজল


২১ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৫০

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

করণ জোহরের সঙ্গে পুরনো তিক্ততা ভুলছেন কাজল। গেল বছর স্বামী অজয় দেবগনের পক্ষ নিয়ে করণের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটিয়েছিলেন এ অভিনেত্রী। অনেকদিন কথা বন্ধ রাখার পর এবার দুজনে মিলে যাচ্ছেন। শুধু তাই নয়, কাজল অভিনয়ও করছেন করণের নতুন সিনেমায়। ছবির নাম তখত। তারকাবহুল এ সিনেমায় আরো অভিনয় করছেন, অনিল কাপুর, কারিনা কাপুর খান, রণবীর সিং, আলিয়া ভাট ও ভিকি কৌশল।

‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘মাই নেম ইজ খান’ ছবিতে করণের নির্দেশনায় কাজ করেছেন কাজল। দুটি ছবিই ভারতে বিশাল অংকের ব্যবসা করেছে। করণের শেষ সিনেমা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এ কাজলকে দেখা যায়নি। ছবিটি ব্যবসায়িক ভাবেও ব্যর্থ হয় বক্স অফিসে। করণ মনে করেন তার সিনেমায় কাজল থাকলেই দর্শক ছবিটি দেখতে হলে আসে। এ কারণেই ‘তখত’ ছবিতে তাকে নিচ্ছেন করণ।

‘তখত’ সিনেমা দিয়ে দুই বছর পর পরিচালনায় আসছেন করণ জোহর। মুঘল সিংহাসন ও ঐতিহাসিক একটি যুদ্ধ নিয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে। এতে রাজকীয় হেরেমের ভেতরের গল্প দেখানো হবে। যেখানে রয়েছে উচ্চ আকাঙ্ক্ষা, লোভ, প্রতারণা, ভালোবাসা ও সিংহাসনের উত্তরাধিকার নিয়ে লড়াই। তখত সিনেমার মূল বিষয়বস্তু ভালোবাসা ও যুদ্ধ। ২০২০ সালে মুক্তি পাবে সিনেমাটি।

এর আগে ২০১৯ সালে মুক্তি পাবে করণ প্রযোজিত ‘কলঙ্ক’ শিরোনামের একটি ছবি। করণ জোহরের ধর্ম প্রোডাকশনের ব্যানারে ছবিটি পরিচালনা করবেন অভিষেক বর্মণ। সিনেমাটি নির্মিত হবে দেশ ভাগের গল্পে। ১৯৪০ এর দশকে ভারত জুড়ে যে রাজনৈতিক অস্থিরতা ছিল সেটিই একটু বড় পরিসরে দেখানো হবে এই ছবিতে।

সারাবাংলা/টিএস

কাজল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর