Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কবে শুরু হবে অভিষেক-ঐশ্বরিয়ার নতুন ছবির শুটিং?


১৯ সেপ্টেম্বর ২০১৮ ১১:১৩ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৭:০৫

কবে শুরু হবে অভিষেক-ঐশ্বরিয়ার নতুন ছবির শুটিং?

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

আট বছর পর আবারও বড়পর্দায় জুটি হয়ে ফিরছেন অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই। সবশেষ এই রিয়েল লাইফের জুটিকে রিল লাইফে দেখা গিয়েছিল ‌‌’রাবণ’ সিনেমায়। মণিরত্নম পরিচালিত ছবিটি মুক্তি পেয়েছিল ২০১০ সালে। এবার তাদের দেখা যাবে ‘গুলাব জামুন’ ছবিতে। এটি প্রযোজনা করবেন অনুরাগ কাশ্যপ।

যদিও তাদের আবার একসঙ্গে সিনেমায় ফেরার খবর আগেই রটে গিয়েছিল সংবাদ মাধ্যমে। তবে বিস্তারিত কিছু জানা যায়নি তখন। বলা হয়েছিল পরবর্তীতে ছবি সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।


আরও পড়ুন :  জন্মদিনের উপহার হিসেবে প্রধানমন্ত্রীকে নিয়ে গান


এদিকে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও জানা গেছে, ২০১৯ সালের জুন অথবা জুলাই মাসের দিকে ‘গুলাব জামুন’ ছবির শুটিং শুরু হবে। খবর ভারতীয় সংবাদ মাধ্যমের।

বিশেষ সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানিয়েছে, ‘অভিষেক ও ঐশ্বরিয়া ছবিটিতে অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তারা এখন নিজেদের বেশকিছু কাজে ব্যস্ত আছেন। আশা করছি তাদের সব কাজ শেষ হওয়ার পর ২০১৯ সালের জুন-জুলাই মাসে শুটিং শুরু করতে পারব।’

ছবিটি পরিচালনা করবেন সরভেষ মারওয়া। পরিচালক খুব শিগগিরই সিনেমাটি নিয়ে সব পরিকল্পনার কথা প্রকাশ করবেন বলে জানা গেছে। সূত্রটি আরও জানিয়েছে, ‌‌শুটিং স্পট রেকি আর শিডিউল চূড়ান্ত করার কাজ এরইমধ্যে শুরু হয়ে গেছে। তিন মাস মুম্বাইয়ে ছবির শুটিং হবে।

সারাবাংলা/আরএসও/পিএ

অভিষেক বচ্চন ঐশ্বরিয়া রাই বচ্চন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর