Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ হচ্ছে উচ্চাঙ্গসংগীতের দুইদিনের আয়োজন


১৮ সেপ্টেম্বর ২০১৮ ১১:৫৩ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮ ১২:৩৩

সুনাদ

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বাংলাদেশে উচ্চাঙ্গসংগীতের প্রচার ও প্রসারের উদ্দেশ্যে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজন করেছে উচ্চাঙ্গসংগীতের দুই দিনের আয়োজন। আজ (১৮ সেপ্টেম্বর) এর শেষ দিন।

শেষ দিনে (১৮ সেপ্টেম্বর) ছায়ানট মিলনায়তনে সন্ধ্যা ৭ টায় শুরু হবে অনুষ্ঠান। শেষ দিনের আয়োজন শুরু হবে দলীয় সেতার বাদনের মধ্য দিয়ে। ৭টা ৪০ মিনিটে পরিবেশিত হবে খেয়াল। প্রশান্ত ভৌমিকের তবলা ও আলমগীর পারভেজ সুমনের হারমোনিয়াম সংগতে খেয়াল পরিবেশন করবেন সংগীতালয়ের শিক্ষার্থী কানিজ হুসনা আহম্মাদী।


আরও পড়ুন :  প্রেমিকের বয়স ৬৫, প্রেমিকার বয়স ২৮


রাত ৮টা ১৫ মিনিটে ধ্রুপদ পরিবেশনা করবেন সংগীতালয়ের শিক্ষার্থী অভিজিৎ কুন্ডু এবং টিংকু শীল। দলীয় এসরাজ বাদনের মধ্য দিয়ে শেষ হবে দুই দিনের আয়োজন।

উচ্চাঙ্গসংগীতের নবীন শিক্ষার্থীদের নিয়ে সংগঠিত বেঙ্গলের সংগীতালয় ‘পরম্পরা’। উপমহাদেশের গুণী সংগীতগুরু ও শিক্ষকদের দীক্ষা ও শিক্ষা গ্রহণ করে পরম্পরার শিক্ষার্থীদের মধ্যে সংগীতের অনুকূল পূর্বলক্ষণ তৈরি হয়েছে। এসব শিক্ষার্থীদের খেয়াল ও ধ্রুপদ পরিবেশন এবং সরোদ, সেতার, তবলা ও এসরাজ বাদন নিয়ে নিয়মিত আয়োজন ‘সুনাদ’-এর প্রথম অধিবেশনের অংশ হিসেবে এবারের এই আয়োজন।


আরও পড়ুন :  নতুন মুখের সন্ধানে’র জাঁকালো উদ্বোধন [ছবি ও গল্প]


সারাবাংলা/পিএ/পিএম

উচ্চাঙ্গসংগীত ছায়ানট সুনাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর