Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুটি বেঁধে ফিরছেন ঋষি কাপুর-জুহি চাওলা


১৭ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৪৬ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৮ ১৮:২৬

জুহি ঋষি

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

এক সময় নিয়মিতই জুটি বেঁধে অভিনয় করতেন। বানিজ্যিক হিন্দী সিনেমার দর্শকদের কাছে বেশ জনপ্রিয়ও ছিলেন ঋষি কাপুর ও জুহি চাওলা জুটি। এ জুটি অভিনীত সর্বশেষ ছবির নাম ‘দারার’, যেটি মুক্তি পায় ১৯৯৬ সালে। এর বাইশ বছর পর আবার জুটি বাঁধছেন দুজন। সনি পিকচার ও ম্যাকমাফিন পিকচারের একটি ফ্যামিলি ড্রামায় দেখা যাবে দুজনকে।

জুহি-ঋষি জুটির নতুন ছবির খবরটি প্রকাশ করেছে গসিপ ম্যাগাজিন ভেরাইটি। তবে ছবিটির শিরোনাম কি হতে পারে নিশ্চিত করতে পারেনি পত্রিকাটি। সিনেমার চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন হিতেশ ভাটিয়া ও সুপ্রতীক সেন। ‘পীর্চড’ ও ‘কাই পো চে’ ছবির গল্পও লিখেছিলেন এ দুজনে। গল্প লেখার পাশাপাশি ছবিটি পরিচালনাও করবেন হিতেশ ভাটিয়া।


আরও পড়ুন :  এ কি করছেন অমিতাভ বচ্চন!


‘দারার’ ছাড়াও ‘বোল রাধা বোল’, ‘রিস্তা তো হো অ্যাইসা’, ‘ঘর কি ইজ্জত’ এবং ‘সাজান কি ঘর’ ছবিগুলোতে জুটি বেঁধেছিলেন জুহি চাওয়া ও ঋষি কাপুর। নব্বই দশকের প্রথমভাগে মুক্তি পায় এসব ছবি। সে সময় শাহরুখ-আমিরের দাপটের মাঝেও ভালো ব্যাবসা করে সিনেমাগুলো।

জুহি-ঋষির নতুন ছবিটির দৃশ্য ধারণ করা হবে দিল্লীতে। সিনেমার গল্পটিও প্রাচীন এই শহরের একটি পরিবারকে ঘিরে। ফ্যামিলি ড্রামা হলেও কমেডি হবে ছবিটির মূল উপাদান। আসছে বছরের ভারতের প্রজাতন্ত্র দিবসে বা স্বাধীনতা দিবসে মুক্তি দেয়া হবে ছবিটি। আর এ মাসেই ছবিটির নাম ও অন্য অভিনয় শিল্পীদের ব্যাপারে বিস্তারিত জানাবে প্রযোজনা প্রতিষ্ঠান সনি ও ম্যাকমাফিন।


আরও পড়ুন :

ঢাকাতেও উত্তাপ ছড়াচ্ছে ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’     *     কবে আসছে ‘থাগস অব হিন্দুস্থান’?

‘ক্রিকেট এক্সট্রা’ উপস্থাপনা উপভোগ করছি’     *     সবাই চায় চলচ্চিত্রের সুদিন, তবে…

সেক্সি ভূত সায়ন্তনী     *     দেবীর গানে অনিমেষ-জয়ার রসায়ন

জীবনে যা কিছু করি, হৃদয় থেকেই করি


সারাবাংলা/টিএস/পিএম

বিজ্ঞাপন

ঋষি কাপুর জুহি চাওলা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর