তারা টিভির নতুন লোগো, করলেন বাংলাদেশের পলাশ
১ জানুয়ারি ২০১৮ ১৬:৩২ | আপডেট: ১ জানুয়ারি ২০১৮ ১৭:১৯
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
নতুন নাম আর লোগোতে দেখা যাচ্ছে পশ্চিমবাংলার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল তারা টিভিকে। কিছুটা বদল এনে চ্যানেলটির নামকরণ করা হয়েছে ‘টি টিভি’। যার লোগো করেছেন বাংলাদেশের খ্যাতিমান স্থপতি ও সঙ্গীতশিল্পী মুস্তাফা খালিদ পলাশ।
মুস্তাফা খালিদ পলাশ মূলত স্থপতি হলেও শখ আর অনুরোধের বশে মাঝে মাঝে বিভিন্ন প্রতিষ্ঠানের লোগোও করে থাকেন। ‘টি টিভি’র লোগো করার ব্যাপারটিও অনেকটা সেরকম।
পলাশ জানান, তারা এমপ্লোয়িজ এসোসিয়েশনের সভাপতি দীপঙ্কর নাগের অনুরোধের কারণেই কাজটি করা। তাছাড়া তারা টিভির প্রতি নিজের ব্যক্তিগত ভালোলাগার ব্যাপারটি তো ছিলোই।
একজন স্থপতি হিসেবে মুস্তাফা খালিদ পলাশ ইতিমধ্যেই খ্যাতির শিখরে অবস্থান করছেন। দেশের অসংখ্য নান্দনিক ভবন তৈরি হয়েছে তার ডিজাইনে। যার মধ্যে উল্লেখযোগ্য বসুন্ধরা সিটি, বসুন্ধরা কনভেনশন সেন্টার, ওয়েস্টিন হোটেল, ইউনিক ট্রেড সেন্টার, জিপি হাউজ, মোবিল হাউজ, বাংলালিংক হেডকোয়ার্টার, রবি হেডকোয়ার্টার, ল্যাবএইড হসপিটাল, চট্টগ্রামের রেডিসন হোটেল।
সারাবাংলা/পিএম