Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্ড ২৫-এ ফিরলেন পুরনো গল্পকার


১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৮:২৭

বন্ড

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

জেমস বন্ডকে তো সবাই চেনেন। কিন্তু নিল পার্ভিস বা রবার্ট ওয়েডকে কি চিনতে পারছেন কেউ? না চিনলে দোষের কিছু নেই। কারণ জেমস বন্ড সিরিজের সিনেমাগুলো সংলাপে ও অ্যাকশনে এতটাই আকর্ষনীয় যে, এর আগে পরে আর কিছু খেয়াল করার কথা না দর্শকদের।

নিল পার্ভিস বা রবার্ট ওয়েড হলেন জেমস বন্ড সিরিজের ছয়টি কিস্তিরি গল্পকার ও চিত্রনাট্যকার। ‘দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ’ থেকে ‘স্পেক্ট্রা’ পর্যন্ত ছয়টি গল্পে তার এক সঙ্গে কাজ করেছেন। তারাই আবার ফিরছেন বন্ডের নতুন পর্বের গল্প লিখতে। পরিচালক ডেনি বয়েল চলে যাবার পর বন্ডের ২৫তম পর্ব শেষ করতে আবার তাদেরকে ডাকা হয়েছে। খবর ডেইলি মেইলের।

ডেনি বয়েল ও চিত্রনাট্যকার জন হজ বিদায় নেয়ার পর ২৫ নম্বর জেমস বন্ড প্রায় স্থগিত হওয়ার মতো অবস্থা। নতুন ছবির শুটিং হওয়ার কথা ছিল ডিসেম্বর মাস থেকে। আর ছবিটি মুক্তি দেয়ার কথা ছিল ২০১৯ সালের অক্টোবর মাসে। কিন্তু এখন কি হবে তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ।

সারাবাংলা/পিএ

জেমস বন্ড

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর