Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাকাশ নিয়ে বলিউডের প্রথম সিনেমা


১৬ সেপ্টেম্বর ২০১৮ ১২:৪২ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৩:০৭

বলিউডে মহাকাশ নিয়ে সিনেমা

এন্টারটেইনমেন্ট ডেস্ক।।

বলিউডে প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে মহাকাশ কেন্দ্রিক সিনেমা। ছবিটির নির্মাণ ব্যয় বড় অংকের। পর্যাপ্ত বাজেট সংকুলান না হওয়ায় এক পর্যায়ে ছবিটির কাজ আটকে গিয়েছিল। দেখা দিয়েছিল অনিশ্চয়তা। তবে এবার সব অনিশ্চয়তার মেঘ কেটে গেছে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করবেন আর. বাল্কি, অক্ষয় কুমার এবং ভায়াকম।

বিশেষ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ‘‌‌‌‌ভায়াকম, বাল্কি এবং অক্ষয় কুমার- এই তিনজন ভারতের প্রথম মহাকাশ কেন্দ্রিক সিনেমা প্রযোজনা করতে যাচ্ছে। অক্ষয় এরইমধ্যে এতে সম্মত হয়েছেন।’


আরও পড়ুন :  খেলা নিয়ে জিটিভির যতো আয়োজন


ছবিটির নাম রাখা হয়েছে ‘চান্দা মামা দূর কি’। ছবিটি পরিচালনা করবেন জাগান শক্তি। প্রধান তিন চরিত্রে অভিনয় করবেন অক্ষয় কুমার, বিদ্যা বালান এবং নিমরত কৌর। এর আগে জাগান ‘প্যাডম্যান’, ‘হলিডে’সহ বেশকিছু ছবিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন। এদিকে খুব শিগগিরই ছবিটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে বলে জানা গেছে।

অক্ষয় কুমার অভিনীত সবশেষ ‘গোল্ড’ ছবি মুক্তি পায়। এতে তিনি একজন হকি কোচের ভূমিকায় অভিনয় করেন। মুক্তির পর ছবিটি বক্স অফিসে প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করে।


আরও পড়ুন :

জানুয়ারিতে নারী চলচ্চিত্র নির্মাতা সম্মেলন     *     আগ্রহ বাড়ছে গণ-অর্থায়নে

বিগ বস-১২’র বিতর্কিত ১১     *     ৯ বছরে বানানো হলো ২১ ঘণ্টার ছবি!

ক্যাট ফাইট!     *     জাহ্নবী’র ব্যস্ত সূচী


সারাবাংলা/আরএসও/পিএ/পিএম

অক্ষয় কুমার চান্দ মামা দূর কি নিমরত কৌর বিদ্যা বালান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর