Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কনার নতুন গান


১৪ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৫৩

কনা

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা ব্যস্ত সময় পার করছেন স্টেজ শো নিয়ে। তাই বলে নতুন গান তৈরি করা থেমে নেই। ব্যস্ততরা ফাঁকে ফাঁকে চলছে নতুন গানের কাজও।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) অনলাইনে প্রকাশ পেয়েছে কনার একটি গানের মিউজিক ভিডিও। গানের শিরোনাম ‘আঁধারে স্নান’। নাজিব জহিরের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শান। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন লতা আচারিয়া।

গানটি নিয়ে কনা বলেন, ‘গানটি একটু ভিন্ন ধাঁচের। এর কথা ও সুর আমার খুব ভালো লেগেছে। আশা করছি সবার ভালো লাগবে।’ গানটির ভিডিওতে মডেল হয়েছেন মাহা শিকদার।

গানটি অনলাইনে প্রকাশ করেছে সেভেন টিউনস এন্টারটেইনমেন্ট। নতুন গান প্রসঙ্গে প্রতিষ্ঠানটির কর্ণধার পারভীন সুলতানা বলেন, ‘আমরা শুরু থেকেই ভালো গান উপহার দেয়ার চেষ্টা করছি। কেবল ভিউ কিংবা হিটের তকমা নয়। টিকে থাকার মতো গানও করতে হবে। অন্যদিকে আধুনিক ও ক্ল্যাসিক্যাল ঘরানার পাশাপাশি শিগগিরই আমাদের চ্যানেলে ফোক ঘরানার গান ও কনটেন্ট পাবেন দর্শক শ্রোতারা।’

সারাবাংলা/পিএ/টিএস

কনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর