আড়াল ভাঙলেন জাহিদ, দিলেন খবর
১ জানুয়ারি ২০১৮ ১১:১১ | আপডেট: ১ জানুয়ারি ২০১৮ ১৬:৪৬
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
দাড়ি রেখে বেজায় মুশকিলে পড়ে গিয়েছিলেন জাহিদ হাসান! গত মাসকয়েক ধরে প্রায় লাখখানেক (!) প্রশ্ন উড়ে এসেছে- কেন এই কাঁচাপাকা দাড়ি? ক্ষতিও হচ্ছিলো। অনেক নাটকের প্রস্তাব ফিরিয়ে দিতে হচ্ছিলো। যে সমস্ত সেটে দাড়িসহ উপস্থিত হয়ে যাচ্ছিলেন, পরিচালকের মনে দিনশেষে খুঁতখুঁতানি থাকতোই।
কিন্তু কিছুতেই কাঁচাপাকা দাড়ির মায়া কাটিয়ে উঠতে পারছিলেন না। কেন? কারন এ তো আর শখ করে রাখা নয়, এ তো চরিত্রের জন্য। সিনেমার জন্য।
এ পর্যন্ত পড়ে অনেকের মনেই হয়তো ঘুরছে ‘সিতারা’ নামটি। কলকাতার একটি চলচ্চিত্রের নাম এটি, জানুয়ারিতে শুটিং শুরু হবে আর জাহিদ হাসানের এতে অভিনয় করছেন।
এ খবরটা মিথ্যে তো হয়ইনি, বরং যুক্ত হয়েছে নতুন আরও এক। আর সে ছবিটির জন্যই এতোদিন ধরে মুখে সাদাকালো দাড়ি যত্নে পুষছেন জাহিদ। দাড়ি কতোখানি বড় হলো, চরিত্রটির যোগ্য হয়ে উঠলো কিনা- সেলফিসহযোগে সে আপডেট জমা রাখছেন প্রতিদিনের ডাকবাক্সে, ফারুকীর হোয়াটস অ্যাপে।
খবরের এ পর্যায়ে এসে মূল চমকটা! জাহিদ-ফারুকী নামদু’টো একসঙ্গে উচ্চারিত হলেই যাদের মনে পড়ে যায় ‘মেড ইন বাংলাদেশ’ ছবিটির কথা, তারা এ দু’জনের রি-ইউনিয়নের বার্তায় নিশ্চয়ই খুশি হবেন। মোস্তফা সরয়ার ফারুকীর পরবর্তী ছবি ‘শনিবার বিকেল (স্যাটারডে আফটারনুন)-এ অভিনয় করবেন জাহিদ।
বছরের প্রথম দিনে ভিডিওবার্তায় খবরটি দিলেন তিনি।
ছবিটিতে আরও থাকছেন নুসরাত ইমরোজ তিশা ও ফিলিস্তিনের অভিনেতা ইয়াদ হুরানি। শুটিং শুরু হয়ে গেছে। জাহিদ হাসান যোগ দেবেন ৫ জানুয়ারি থেকে। ‘শনিবার বিকেল’ নির্মিত হচ্ছে বাংলাদেশ-ভারত-জার্মান যৌথ প্রযোজনায়।
সারাবাংলা/কেবিএন/পিএ