Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক ছবিতে তিন হাজার টেকনিশিয়ান


১২ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৩৮ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৫৬

টু পয়েন্ট জিরো টু

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

পিছিয়েই যাচ্ছে ‘২.০’ সিনেমার মুক্তির তারিখ। আর সেই সঙ্গে প্রতীক্ষাও বাড়ছে। নানা কারণেই ছবিটি বছরেরও বেশি সময় ধরে আলোচনায়। দক্ষিনের সুপারস্টার রজনীকান্তের সঙ্গে ছবিতে অভিনয় করছেন অক্ষয় কুমার। আর দুজনকেই দেখা যাবে একেবারেই নতুন অবতারে। ছবিতে ‘কাক মানব’ হয়েছেন অক্ষয়।


আরও পড়ুন :  গানে গানে শাহ আবদুল করিম স্মরণ


ছবিটি মুক্তি পাবে দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক প্রযুক্তিতে। মুক্তির তারিখও হয়েছে চূড়ান্ত। নভেম্বরের ২৯ তারিখে মুক্তির পরিকল্পনা করছে ছবির প্রযোজক। ছবি মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার অন্যতম কারণ ছবির গ্রাফিক্স-অ্যানিমেশন। ছবিতে এই কাজগুলো অনেক বেশি হওয়ায় চূড়ান্ত করা যাচ্ছিল না মুক্তির তারিখ।

সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ দ্রুত শেষ করার জন্য ছবিতে কাজ করেছেন বিভিন্ন দেশের তিন হাজারেরও বেশি টেকনিশিয়ান। অক্ষয় কুমার তার ইন্সটাগ্রামে এই তথ্য জানিয়েছেন। তিনি তার ভক্তদেরকে জানিয়েছেন যে, দর্শকদের যেন আর অপেক্ষা করতে না হয়, সেজন্য দ্বিগুন চেষ্টা চালিয়ে যাচ্ছে সবাই। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তিন হাজারেরও বেশি টেকনিশিয়ান কাজ করছে এই সিনেমায়।’ শিগগিরই ছবির টিজার আসবে অনলাইনে।

এস শঙ্কর পরিচালিত ছবিটি প্রযোজনা করছে লিকরা প্রোডাকশন। ছবিটি পরিবেশনা করবে ধর্ম প্রোডাকশন ও এএ ফিল্মস।


আরও পড়ুন :

শাহরুখকেই পছন্দ বিশ্ববিখ্যাত মার্ভেলের     *     কাটপিস সময়ের গল্প নিয়ে ‘কাটপিছ’


সারাবাংলা/পিএ

অক্ষয় কুমার রজনীকান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর