অঞ্জু ঘোষকে নিয়ে সিনেমা, বাস্তব না বুলি?
১০ সেপ্টেম্বর ২০১৮ ১৫:০১ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮ ১৫:১৪
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।
জমানো অভিমান সব বাষ্প হয়ে কলকাতার আকাশে উড়ে গেছে। তাই নিজ মাতৃভূমিতে ফিরে এসেছেন অঞ্জু ঘোষ। তাকে দেশে আনার কাজটি করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। আর সেকারণে শিল্পী সমিতির উচ্ছ্বাস কিছুটা বেশী। কারণ, তারা এমন একজন চলচ্চিত্র অভিনেত্রীকে ফিরিয়ে এনেছে, যিনি বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যবসা সফল ‘বেদের মেয়ে জোসনা’র নায়িকা।
জীবন্ত এই কিংবদন্তির দেশে আসা উপলক্ষে গতকাল (৯ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে দেখা যায় অন্য এক অঞ্জু ঘোষকে। যে অঞ্জু ঘোষের সঙ্গে ২৯ বছর আগে পর্দা কাঁপানো বেদের মেয়ে জোসনার কোন মিল নেই। তবে চেহারায় পড়ন্ত সৌন্দর্যের ছাপ ছিল।
শুধু তিনি একা নন। এসময় উপস্থিত ছিলেন চির সবুজ নায়ক ইলিয়াস কাঞ্চন। যিনি ‘বেদের মেয়ে জোসনা’ সিনেমায় শাহজাদা সেলিমের চরিত্রে অভিনয় করেছিলেন।
এদিকে সংবাদ সম্মেলনে অভিনেতা-প্রযোজক নাদের খান আচমকা মাইক্রোফোন হাতে অঞ্জু ঘোষ এবং ইলিয়াস কাঞ্চনকে নিয়ে নতুন ছবি নির্মাণের ঘোষণা দেন। তিনি রাজেশ ফিল্মসের স্বত্ত্বাধিকারী। একই সঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি। ছবির নাম ঠিক করা হয়েছে ‘জোসনা কেন বনবাসে’। এ প্রসঙ্গে নাদের খান বলেন-
‘আমি “বেদের মেয়ে জোসনা” ছবিতে অভিনয় করেছিলাম। তাই ইলিয়াস কাঞ্চন এবং অঞ্জু ঘোষকে নিয়ে নতুন সিনেমা প্রযোজনা করার ঘোষণা দিচ্ছি। তাদের কাছে আমার অনুরোধ তারা যেন ছবিতে অভিনয় করতে সম্মতি দেন। আমার অনুরোধ রাখতে হবে। এটা আমার দাবি।’
তার এমন প্রস্তাবে অঞ্জু ঘোষ এতোটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে, ঠিক মতো কথা বলতে পারছিলেন না। তার হয়ে সিনেমায় অভিনয়ের প্রস্তাব প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন-
‘সিনেমা করতে আমাদের আপত্তি নেই। আমরা সিনেমারই মানুষ। অঞ্জু যেটা বলতে চাইছেন, সেটা হয়তো বুঝতে পারছেন না আপনারা। তিনি বলেছেন, তার আসা-যাওয়ার বিষয়ে জটিলতা আছে। সেসব সমস্যা যদি না থাকে, ছবির গল্প যদি পছন্দ হয়, তাহলে এই সিনেমায় অভিনয় করতে আমাদের কোনও আপত্তি নেই।’
এছাড়া তিনি পারিশ্রমিকের বিষয়টিও উল্লেখ করে বলেন-
‘বিনা পয়সায় তো কাজ করা যায় না। সেই জায়গাটিও যদি ঠিক থাকে তাহলে হয়তো অভিনয় করতে পারি।’
এই কথা যখন বলেন তখন সমর্থনের আশায় অঞ্জু ঘোষের মুখের দিকে তাকান ইলিয়াস কাঞ্চন। মাথা নেড়ে সমর্থন জানান অঞ্জু ঘোষ।
অঞ্জু ঘোষের সিনেমায় ফিরলে কারও আপত্তি থাকার কথা নয়। তবে এখানে অঞ্জু ঘোষের বয়সের বিষয়টিও মাথায় রাখতে হবে। সেই সঙ্গে শারিরীকভাবেও তিনি কতোটা ফিট সে বিষয়টিও মাথায় রাখতে হবে। চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকের মতে, সিনেমায় অভিনয় করা তার জন্য হিতে বিপরীত হতে পারে।
এছাড়া প্রযোজক নাদের খান সত্যিই সিনেমাটি নির্মাণ করেন কিনা সে নিয়েও প্রশ্ন থেকে যায়। অনেকে অবশ্য বিষয়টিকে আবেগের বহিঃপ্রকাশ বলে মনে করছেন। যদিও নাদের খান দাবি করছেন আবেগের কিছু নেই।
সারাবাংলা/আরএসও/পিএম