Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদনান আল রাজীবের দুই অর্জন


১০ সেপ্টেম্বর ২০১৮ ১৩:১১ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮ ১৩:১৪

 আদনান আল রাজীভের দুই অর্জন

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।

আদনান আল রাজীব। প্রতিশ্রুতিশীল জনপ্রিয় নির্মাতা। মূলত বিজ্ঞাপন নির্মাতা হলেও মাঝে মাঝে নাটকও বানান। দু’টি মাধ্যমেই তিনি সফল। সফলতার স্বীকৃতি স্বরূপ এবার বিজ্ঞাপন জগতের সম্মানজনক অ্যাওয়ার্ড ‘৮ম কমওয়ার্ড ২০১৮’ এর সেরা নির্মাতা হলেন তিনি। একই সঙ্গে সেরা প্রোডাকশন হাউজ নির্বাচিত হয়েছে তার বিজ্ঞাপনী সংস্থা রানআউট ফিল্মস।

গেলো শনিবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত অনুষ্ঠানে আদনান আল রাজিবের হাতে পুরস্কার তুলে দেয়া হয় । ২০১৮ সালে নির্মিত গ্রামীনফোনের ফোরজি বিজ্ঞাপন ও বাংলালিংক ফোরজি বিজ্ঞাপন নির্মাণে অসামান্য কৃতিত্ব রাখায় যথাক্রমে গ্রা প্রি ও সিলভার অ্যাওয়ার্ডে পান তিনি ।

অ্যাওয়ার্ড প্রাপ্তিতে উচ্ছ্বসিত আদনান আল রাজিব বলেন, ‘পুরস্কার সবসময় কাজের উৎসাহ বাড়ায়। পাশাপাশি চ্যালেঞ্জও বাড়িয়ে দেয় । আশা করছি সামনের দিনগুলোতে আরও মানসম্মত কাজ করতে পারবো।’

সারাবাংলা/আরএসও/পিএম

৮ম কমওয়ার্ড  ২০১৮ আদনান আল রাজীভ

বিজ্ঞাপন

টিভি শো উপস্থাপনায় তাহসান
২২ জানুয়ারি ২০২৫ ১৭:৩৪

আরো

সম্পর্কিত খবর