Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঐশ্বরিয়ায় বদলে বিপাশা বসু


৮ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৩০

এন্টারটেইনমেন্ট ডেস্ক।।

মাস দুয়েক আগের খবর। ষাটের দশকের জনপ্রিয় সাইকো থ্রিলার ‘ওহ কৌন থি’ ছবির রিমেক ছবিতে অভিনয় করবেন সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই। সবকিছু ঠিকঠাকভাবে এগোচ্ছিল। ছবিটি নিয়ে এই বলিউড সুন্দরী বেশ উচ্ছ্বাসও প্রকাশ করেছিলেন। এমনকি অভিনয়ের জন্য প্রস্তুতিও নিয়ে ফেলেছিলেন তিনি। তবে এখন শোনা যাচ্ছে ছবিতে নাকি থাকছেন না ঐশ্বর্য! তার বদলে ছবিতে নেয়া হয়েছে বলিউডে আবেদময়ী নায়িকা বিপাশা বসুকে।

বিজ্ঞাপন

নাম প্রকাশ না করে সিনেমা সংশ্লিষ্ট এক ব্যক্তির বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ‘প্রধান চরিত্রে ঐশ্বরিয়া রায় নিশ্চিত ছিল। কিন্তু এখন অভিনেত্রীর পরিবর্তন করা হয়েছে। তার বদলে বিপাশা বসুকে নেয়া হয়েছে। আশা করি ছবিতে তিনি ভালো করবেন।’

মূল ‘ওহ কৌন থি’ নির্মিত হয়েছিল ১৯৬৪ সালে। এনএন সিপ্পি প্রযোজিত ছবিটি তখন পরিচালনা করেছিলে রাজ খোসলা। অভিনয় করেছিলেন সাধনা এবং মনোজ কুমার। রিমেক ছবিটি প্রযোজনা করবেন পেরেনা অরোরা। রিমেক হতে যাওয়া ছবিটির প্রধান নারী চরিত্রের নাম আগে প্রকাশ করা হলেও খুব শিগগিরই পুরো বিষয় জানানো হবে বলে জানা গেছে।

সারাবাংলা/আরএসও/টিএস

ঐশ্বরিয়া রাই ওহ কৌন থি পেরেনা অরোরা বিপাশা বসু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর