Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিভি আড্ডায় জুয়েল আইচ


৮ সেপ্টেম্বর ২০১৮ ১৭:০৮ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০১৮ ১৭:১২

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

এনটিভি’র বিনোদনমূলক ধারাবাহিক ম্যাগাজিন অনুষ্ঠান ‘রঙিন পাতা’। অনুষ্ঠানে একজন জনপ্রিয় তারকা শিল্পীর সঙ্গে থাকেন একজন বিনোদন সাংবাদিক। দুই অতিথির মধ্যে চলে আড্ডা। ‘রঙিন পাতা’র এবারের পর্বে অতিথি হয়ে এসেছেন বিশ্বনন্দিত যাদু শিল্পী জুয়েল আইচ এবং তার সঙ্গে ছিলেন সিনিয়র বিনোদন সাংবাদিক রেজাউল হক রেজা।

অনুষ্ঠান সর্ম্পকে জানতে চাইলে জুয়েল আইচ জানান, এনটিভির রঙিন পাতা অনুষ্ঠানটি আমি দেখেছি। এই অনুষ্ঠানের মাধ্যমে একজন শিল্পী এবং সাংবাদিকের কাজের অভিজ্ঞতা ও শোবিজের নানা বিষয় নিয়ে কথা হয়। বিষয়টি আমার কাছে ভালো লগেছে। সাংবাদিক রেজাউল হক রেজা আমার দীর্ঘদিনের পরিচিতজন। তার সাথে আমার অনেক কাজের এবং আড্ডার অভিজ্ঞতা আছে। আমাদের আড্ডাটাও বেশ জমেছে। অনুষ্ঠানে তাকে সাথে পেয়ে ভালো লেগেছে।

অন্যদিকে সাংবাদিক রেজাউল হক রেজা বলেন, জুয়েল আইচ শুধু একজন বিশ^নন্দিত যাদুশিল্পী। তিনি আমাদের জাতীয় সম্পদ। এমন একজন বিশিষ্টজনের সাথে অনুষ্ঠানে কথা বলে বেশ আনন্দিত আমি। আশা করছি এ পর্বের রঙিন পাতা অনুষ্ঠানটি দর্শকরা উপভোগ করবেন।

কাজী মোহাম্মদ মোস্তফার পরিকল্পনা ও প্রযোজনায় ‘রঙিন পাতা’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তৌহিদা শ্রাবণ্য। অনুষ্ঠানটি গ্রন্থনা ও গবেষনা করেছেন নাইস নূর। ‘রঙিন পাতা’ প্রচারিত হবে ৯ সেপ্টেম্বর রোববার রাত ৯ টায়।

সারাবাংলা/পিএম

জুয়েল আইচ রঙিন পাতা রেজাউল হক রেজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর