Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনালীর মৃত্যু নিয়ে গুজব ছড়ালেন বিজেপি নেতা


৮ সেপ্টেম্বর ২০১৮ ১২:৪৭

সোনালি বেন্দ্রে

এন্টারটেনমেন্ট ডেস্ক ।।

বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে আক্রান্ত হয়েছেন ক্যানসারে। সারিয়ে তোলার জন্য অনেকদিন থেকে চেষ্টা চালাচ্ছে তার পরিবার। বর্তমানে আমেরিকার একটি হাসপাতালে কেমোথেরাপি দেয়া হচ্ছে সোনালীকে। এর মাঝেই ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক এমপি ছড়ালেন সোনালির মৃত্যুর খবর। ক্ষুদে বক্তব্যের সাইট টুইটারে তিনি লিখেছেন, ‘সোনালি ইজ নো মোর।’

গুজব ছড়ানো ওই বিজেপি নেতার নাম রাম কদম। সোনালির মৃত্যুর খবর ছড়িয়ে অবশ্য ভালোই বিপাকে পড়েছেন সেই এমপি। ভুল তথ্য প্রচারের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। পরে বাধ্য হয়ে স্বীকার করেছেন নিজের ভুল।

শুক্রবার রাম কদম টুইটারে একটি হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিন শট শেয়ার করেছিলেন। সেখানে লেখা ছিল, ‘সোনালি বেন্দ্রে, যিনি হিন্দি এবং মরাঠি সিনেমা শাসন করেছেন, তিনি আর নেই।’ এই ভুল তথ্য প্রচারের পরই আক্রমণের মুখে পড়েন রাম কদম। অনেকেই বলতে শুরু করেন, রাম নিজেই গুজব ছড়াচ্ছেন। সেই সঙ্গে তাকে নিয়ে করা অসংখ্য ট্রলও। এরপরই ওই পোস্ট সরিয়ে ক্ষমা প্রার্থনা করেন বিজেপি বিধায়ক।রাম কদম পরের টুইটে লেখেন, ‘সোনালি বেন্দ্রে সম্পর্কে যে তথ্য ছড়িয়েছে তা গুজব। গত দু’দিন ধরে আমি ঈশ্বরের কাছে ওর দ্রুত আরোগ্য কামনা করছি।’

এই মুহূর্তে ক্যানসারে আক্রান্ত সোনালি বেন্দ্রে চিকিৎসার জন্য নিউ ইয়র্কে আছেন। কেমোথেরাপির কারণে সোনালির মাথার চুল পড়ে গেছে। সোনালির স্বামী জানিয়েছে, চিকিৎসকদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছেন অভিনেত্রী। এই অসুখ যে শরীরে ছড়িয়ে পড়েছে তা প্রথমে টেরই পাননি সোনালি। তবে এখন যেভাবে চিকিৎসা হচ্ছে তাতে হয়তো শিগগিরই সুস্থ হয়ে উঠবেন এই নায়িকা।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএস/পিএম

বিজেপি রাম কদম সোনালি বেন্দ্রে

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর