Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলিয়াকে নিতে চান প্রিয়াংকা


৩১ ডিসেম্বর ২০১৭ ১৬:৩৭

এন্টারটেইনমেন্ট ডেস্ক

অভিনয় আর সামাজিক সব কাজের মধ্যে প্রযোজনাও করবেন বলিউডের আন্তর্জাতিক আইকন প্রিয়াংকা চোপড়া। একটি নয় দুটি সিনেমা প্রাযোজনা করতে চান তিনি। এরমধ্যে একটি ছবিতে প্রিয়াংকা চান আলিয়া ভাটকে।

দুটি ছবির একটিরও নাম চূড়ান্ত হয়নি। তবে একটি ছবির গল্পের কিছুটা ধারণা পাওয়া গেছে। শিশু ও বিপথগামী একটি কুকুরের গল্প নিয়ে হবে ছবিটি। নানান সামাজিক সচেতনতার কথা থাকবে তাতে।

আর এই ছবিতে আলিয়াকে চান প্রিয়াংকা। তবে ছবির কেন্দ্রীয় চরিত্রে নয়, থাকবেন অনেকটা অতিথিশিল্পীর মতো। দেখা যাবে সর্বোচ্চ ছয়টি দৃশ্যে।

আলিয়া-প্রিয়াংকা, দুজনেই কাজটি করতে খুব আগ্রহী। কিন্তু ঝামেলায় ফেলে দিয়েছে তাদের সময়। আলিয়া বেশ কিছু ছবি নিয়ে খুবই ব্যস্ত। তিনটি সিনেমার শুটিংয়ের জন্য আগাম সময় দিয়ে দিয়েছেন আগে থেকেই।

এই দুই অভিনয়শিল্পী এখন প্রস্তুতি নিচ্ছেন নতুন বছর বরণের। প্রিয়াংকা পরিবার নিয়ে গেছেন লন্ডনে, আর আলিয়া তার লেডি গ্যাং নিয়ে নতুন বছর কাটাবেন ইন্দোনেশিয়ার বালিতে।

সারাবাংলা/পিএ/কেবিএন

আলিয়া প্রিয়াংকা