নিজেকে বদলানোর অঙ্গীকার করলেন শাকিব
৬ সেপ্টেম্বর ২০১৮ ১৭:১৭ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০১৮ ১৮:০২
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
‘সম্রাট’, ‘শিকারী’ সিনেমার পর থেকেই বদলের রূপ দেখাচ্ছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। নিজের লুক ও উপস্থাপনায় বারবারই চমকে দেয়ার চেষ্টা ছিল তার। আর সে জন্য সিনেমার সংখ্যা কমিয়ে দেয়ার কথাও জানিয়েছেন তিনি, করছেনও।
গতকাল (৫ সেপ্টেম্বর) ‘শাহেনশাহ’ সিনেমার মহরত অনুষ্ঠানে দৃঢ় কণ্ঠে নিজেকে বদলে ফেলার অঙ্গীকার করেছেন তিনি। শাকিব খান তার বক্তব্য দেয়ার সময় মজা করে বলেন, ‘এবার আমি আপনাদের একটা ব্যক্তিগত বিষয়ে জানাতে যাই। না না, সবাই যেমন ভাবছেন সেরকম না। বিয়ে নিয়ে কিছু বলতে চাচ্ছি না। আমি নিজেকে নিয়েই বলব।’
আরও পড়ুন : শহিদ কাপুরের ঘরে নতুন অতিথি
এর পরেই তিনি জানান, শুক্রবার (৭ সেপ্টেম্বর) জুম্মার নামাজ পরেই নাকি নতুন করে শুরু করবেন তিনি। ‘আমি জানি আমার ভক্তরা, বাংলা সিনেমার ভক্তরা আমাকে নতুন ভাবে দেখতে চান। নতুন সিনেমা, নতুন হেয়ার কাটই শুধু না, শারীরিকভাবেও পরিবর্তন আনা প্রয়োজন। এমন ভাবে নিজেকে প্রস্তুত করতে চাই যেন সবাই বলতে গর্ববোধ করেন যে শাকিব খান আমাদের হিরো।’
সম্প্রতি শাকিব খান অভিনীত ‘ক্যাপ্টেন খান’ ও ‘নাকাব’ সিনেমায় তার শারীরিক গঠন বেশ বাজে ভাবে হাস্যরসের রসদ যুগিয়েছে অনলাইনে। সেজন্যই হয়ত শরীর নিয়ে বিশেষ মনোযোগ দিতে চান তিনি। মহরত অনুষ্ঠানে তার ঘোষণার পর এমনটাই ধারণা করেছেন অনেকে।
ছবি : আশীষ সেনগুপ্ত
আরও পড়ুন :
গুরু-শিষ্যের শুটিং শুরু * রাজপুত্র বিদায়ের বাইশ বছর
প্রযোজক হচ্ছেন অভিনেতা * এগারো বছর পর একসঙ্গে সালমান-বানসালি
সারাবাংলা/পিএ/টিএস