নিঃশ্বাসের সমস্যায় হাসপাতালে দিলীপ কুমার
৫ সেপ্টেম্বর ২০১৮ ১৮:২০ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৩০
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
উপমহাদেশের বিখ্যাত অভিনেতা দিলীপ কুমার আবারও হাসপাতালে। বুকে ইনফেকশন ও নিঃশ্বাস নিতে সমস্যা হওয়ার কারণে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দিলীপ কুমারের অফিসিয়াল টুইটার থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে।
টুইটারের মাধ্যমে জানানো হয়েছে যে, দিলীপ কুমার এখন মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি আছেন। তিনি সুস্থ হয়ে উঠছেন। সবার কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন তিনি।’ দিলীপ কুমারের পক্ষে তার খুব কাছের বন্ধু ফয়সাল ফারুকী টুইটারে এই তথ্য দিয়েছেন।
https://twitter.com/TheDilipKumar/status/1037289605215739904
অন্যদিকে সংবাদ সংস্থা পিটিআই-তে সায়রা বানু বলেছেন, ‘আমরা লীলাবতি হাসপাতালে এসেছি দিলীপ কুমারের নিয়মিত চেক-আপ করার জন্য। তিনি এখানে কয়েকদিন ধরেই আছেন। কারণ চিকিৎসকরা বেশ কিছু টেস্ট করতে বলেছেন। সব ধরনের টেস্ট করানো হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল বিষয়টি দেখভাল করছেন।’
সায়রা বানু আরও জানিয়েছে, চিন্তার তেমন কিছু নেই। দিলীপ কুমারের টেস্ট রিপোর্ট দেখছেন নিতিন গোখলে। তিনি জানিয়েছেন শিগগিরই বাড়ি ফিরতে পারবেন দিলীপ কুমার।
দিলীপ কুমারের বয়স এখন 0৯৫ বছর। দীর্ঘদিন ধরেই তার ফুসফুস জনিত সমস্যা এবং বুকে ইনফেকশন। এর আগে শেষ তাকে হাসপাতালে নিতে হয়েছে ২০১৭ সালে। তখন তার কিডনিতে সমস্যা ছিল। গত কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে হাসপাতালে নিতে হচ্ছে দিলীপ কুমারকে।
সারাবাংলা/পিএ