নতুন চুলে ফিরল সোনালির সৌন্দর্য
৫ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৩৩ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৪৮
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
ক্যানসারে আক্রান্ত বলিউডের অভিনেত্রী সোনালি বেন্দ্রে। বেশ কিছুদিন ধরেই তার চিকিৎসা চলছে নিউ ইয়র্কের একটি হাসপাতালে। অভিনয় তো নয়ই, চিরচেনা পরিবেশ থেকেও অনেক দূরে তিনি। ভয়-ব্যাথা আর অনিশ্চয়তার এক জীবন কাটাচ্ছেন সোনালি।
এমন অসুস্থতায় সোনালিকে বরাবরই সাহস দিয়ে আসছেন তার স্বামী-সন্তান, পরিবারের অন্যান্য সদস্যরা। বন্ধুরাও সোনালির সঙ্গে যোগাযোগ রাখছেন নিয়মিত। কেউ কেউতো নিউ ইয়র্ক গিয়ে সোনালির সঙ্গে দেখাও করে এসেছেন।
ক্যানসারের কারণে প্রথম ধাপে চুল ছোট করে ফেলেছিলেন সোনালি। আর দ্বিতীয় ধাপে সব চুল ফেলে দিতে হয়েছিল তার।
আরও পড়ুন : সালমান খানের বাবা কে?
সম্প্রতি নতুন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তিনি। যেখানে সোনালিকে দেখা যাচ্ছে বড় লম্বা চুলে। মনে হচ্ছে যেন আগের রূপ ফিরে পেয়েছেন তিনি। আসলে নকল চুল পরে ছবিটি তুলেছেন সোনালি।
ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘বিনোদন মাধ্যমের শিল্পীদের একটা বিষয় সবসময় তাড়িত করে, আর সেটা হলো তাকে সময়সময় সুন্দর লাগতে হবে। আমার মনেও বিষয়টি মনে হয় গেঁথে গেছে।’
https://www.instagram.com/p/BnVYAYAFNgc/?taken-by=iamsonalibendre
সামাজিক যোগাযোগ মাধ্যমে সোনালি একটা ভিডিও শেয়ার করেছেন। যেখানে সোনালিকে দেখা যাচ্ছে বিভিন্ন রূপে। সেই ভিডিও শেয়ার করেছেন তিনি। আর ভিডিও’র ক্যাপশনে সোনালি লিখেছেন বিখ্যাত অভিনেতা আল পাচিনোর বিখ্যাত উক্তি ‘অহংকারই আমার প্রিয় পাপ।’
গত ৪ আগস্ট ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি টুইটারের মাধ্যমে নিজেই জানিয়েছিলেন সোনালি। সেসময় তিনি লিখেছিলেন, পরীক্ষা-নিরীক্ষায় আমার চূড়ান্ত পর্যায়ে ক্যান্সার ধরা পড়েছে এবং সেটা শরীরে ছড়িয়ে পড়তে শুরু করেছে। একটা ব্যাথা হচ্ছিল। সেটা পরীক্ষা করতে গিয়েই আমার শরীরে ক্যান্সার ধরা পড়ে।
সারাবাংলা/পিএ/টিএস/পিএম