Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একদিন বৃষ্টি নিয়ে গৌতম ঘোষ


৫ সেপ্টেম্বর ২০১৮ ১৩:২৮ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৩৬

গৌতম ঘোষ অমিত

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।। 

ভারতীয় সিনেমা নির্মাতা গৌতম ঘোষকে বাংলাদেশ চিনেছে ‘পদ্মা নদীর মাঝি’ ছবিটি দিয়ে। ১৯৯৩ সালে মুক্তি প্রাপ্ত যৌথ প্রযোজনার এই ছবি বাঙালির প্রিয় চলচ্চিত্রের তালিকায় উপরের দিকেই রয়ে গেছে। এরপর ‘মনের মানুষ’ শিরোনামে আরও একটি সিনেমা বানিয়েছিলেন এই নির্মাতা। সেটিও বেশ সাদরেই গ্রহণ করেছিল বাংলা চলচ্চিত্রের দর্শকেরা। গুণী এই পরিচালক এবার বানাচ্ছেন একটি হিন্দি সিনেমা।

বিজ্ঞাপন

এগারো বছরের মধ্যে এটিই হতে যাচ্ছে তার প্রথম হিন্দি সিনেমা। ছবির নাম রাখা হয়েছে ‘ওয়ান ডে ইন দ্য রেইন’। যেখানে অভিনয় করবেন আদিল হুসেইন, তিলোত্তমা শোম, নিরাজ কবি এবং ওঙ্কার দাস মানিকপুরী। ছবিটি প্রযোজনা করবেন অমিত আগারওয়াল। কিছু দিন আগে ভারতের ঝাড়খণ্ড প্রদেশে শেষ হয়েছে ছবিটির দৃশ্যধারণের কাজ।


আরও পড়ুন :  শিল্পী সংস্থার দুই দিনের রবীন্দ্র-স্মরণানুষ্ঠান


ছবিটি প্রসঙ্গে গৌতম ঘোষ বলেছেন, ‘শুরুতে আমরা ভারত-ইতালী যৌথ প্রযোজনার কথা ভাবছিলাম। কিন্তু টেকনিক্যাল কারণে ছবিটা শুরু করতে দেরি হয়েছে। এরপর আমি একটা ছোট গল্পের চিত্রনাট্য করি। যেখানে বৃষ্টিতে একটা গোটা দিনের গল্প বলা যাবে। ছবিটার দৃশ্যধারণের কাজ আমরা বিশ দিনে শেষ করতে চাই।’

বাংলা ও হিন্দি সিনেমার জন্য গৌতম ঘোষ একাধিকবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। ‘পার’, ‘পতঙ্গ’, ‘গুড়িয়া’ এবং ‘যাত্রা’ ঘোষ পরিচালিত আলোচিত কিছু হিন্দি সিনেমা। ঘোষের শেষ হিন্দি ছবি ‘যাত্রা’য় অভিনয় করেছিলেন ভারতীয় সিনেমার চির সবুজ নায়িকা রেখা।

বাংলাদেশে জন্ম নেয়া গৌতম ঘোষ সম্প্রতি কিংবদন্তি ইরানি পরিচালক মাজিদ মাজিদির হিন্দি ছবি ‘বিয়ন্ড দ্যা ক্লাউডস’ ছবিতে অভিনয়ও করেছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন :  সিনেমা : আমদানিতে সুখ, রপ্তানিতে দুঃখ


সারাবাংলা/টিএস/পিএ

গৌতম ঘোষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর