আসিফ-কর্নিয়ার ‘এলোমেলো জীবন’
৪ সেপ্টেম্বর ২০১৮ ১৩:১০ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৩০
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
আসিফ আকবর ও কর্নিয়া জুটির প্রথম গান ‘কি করে তোকে বোঝাই’। গানের পাশাপাশি গানের মিউজিক ভিডিও হয়েছিল প্রশংসিত। আসিফের সঙ্গে কর্নিয়ার জুটি ভালোভাবেই নিয়েছিলেন দর্শক-শ্রোতারা।
তারই ধারাবাহিকতায় আবারও নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন এই জুটি। গানের শিরোনাম ‘এলোমেলো জীবন’। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন তরুন মুন্সী। গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির। আর বরাবরের মতো এবারও দর্শক-শ্রোতা আসিফ-কর্নিয়ার রোমান্টিক পারফরম্যান্স দেখতে পাবেন গানের ভিডিওতে।
আরও পড়ুন : ছবির নাম ‘চেহারা ছবি’
আসিফ আকবর বলেন, ‘আমাদের জন্য খুশির খবর হলো, আমি আর কর্নিয়া জুটিকে শ্রোতা-দর্শক দারুণ পছন্দ করেছেন। এবার আমরা নিয়ে আসছি ‘‘এলামেলো জীবন’’। ভালোবাসার গান কর্নিয়া অনেক ভালো গায়। আর তরুন মুন্সী এবং সৈকত নাসিরের প্রতি দর্শক-শ্রোতার আস্থা তো আছেই।’
কর্নিয়া বলেন, ‘আসিফ ভাই, আমার বড় ভাই, তার সঙ্গে কাজ করতে বরাবরই ভালো লাগে। তার কাছ থেকে অনেক উৎসাহ পাই। এবারের গানটিও বেশ ভালো হয়েছে। দারুণ একটি গল্পে চমৎকার ভিডিও নির্মাণ করা হয়েছে।’
গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবে ‘এলোমেলো জীবন’ গানটির ভিডিও।
আসিফের সঙ্গে সারাবাংলায় আড্ডা। পুরোটা দেখুন >>>
https://www.youtube.com/watch?time_continue=73&v=LtQWltCxTCU
আরও পড়ুন
‘সালমানের বাবার কারণেই আমি শাহরুখ হয়েছি’
ছবির নাম ‘চেহারা ছবি’
সারাবাংলা/পিএ/পিএম