Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছবির নাম ‘চেহারা ছবি’


৪ সেপ্টেম্বর ২০১৮ ১২:৪৮ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৩৭

অরুণ চৌধুরী

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

নতুন ছবি নির্মাণ করতে যাচ্ছেন অরুণ চৌধুরী। ডিসেম্বর থেকেই শুরু হবে তার দ্বিতীয় ছবির শুটিং। অরুণের নতুন এই ছবির নাম ‘চেহারা ছবি’। এটি প্রযোজনা করছে আনোয়ার আজাদ ফিল্মস।

ছবিতে এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছেন ‘স্বপ্নজ্বাল’ খ্যাত অভিনেতা ইয়াশ রোহান। পরিচালক অরুন চৌধুরীর মতোই ‘চেহারা ছবি’ হতে যাচ্ছে ইয়াশের দ্বিতীয় সিনেমা। সম্ভাব্য অভিনয়শিল্পীদের তালিকায় আরও আছেন নুসরাত ইমরোজ তিশা, ফজলুর রহমান বাবু। পরিচালক জানিয়েছেন চলতি মাসের মধ্যেই চূড়ান্ত হবে পূর্ণাঙ্গ শিল্পী তালিকা।


আরও পড়ুন :  ‘সালমানের বাবার কারণেই আমি শাহরুখ হয়েছি’


এক নারীকে ঘিরে তৈরি হয়েছে গল্প। অরুণ চৌধুরী জানান, ‘একটি মেয়ের হারিয়ে যাওয়া, সমাজিক সমস্যা মোকাবেলা করে তার কণ্ঠশিল্পী হয়ে ওঠার গল্প থাকবে ছবিতে। পাশাপাশি সুন্দর একটা ভালোবাসার কাহিনীও দেখতে পাবেন দর্শকরা।’

সিনেমায় যদি তিশা চূড়ান্ত হন, তাহলে তিনি অভিনয় করবেন হারিয়ে যাওয়া নারীর চরিত্রে। একইভাবে ফজলুর রহমান বাবু চূড়ান্ত হলে অভিনয় করবেন গানের ওস্তাদের চরিত্রে। আর সম্ভ্রান্ত ঘরের ছেলে ইয়াশ রোহান হবেন কণ্ঠশিল্পীর প্রেমিক।


আরও পড়ুন :  পিয়ং ইয়ংয়ে প্রদর্শিত হবে ‘আলতা বানু’


১৩ সেপ্টেম্বর শুরু হবে ছবির গানের রেকর্ডিং। আর এই রেকর্ডিংয়ের মাধ্যমেই শুরু হবে সিনেমার কাজের আনুষ্ঠানিকতা। সিনেমার নায়িকা যেহেতু কণ্ঠশিল্পী হবেন, তাই সিনেমায় থাকছে গানের প্রাধান্য। ছবিতে ছয়টি গানের মধ্যে পাঁচটি গাইবেন অনন্যা আচার্যি এবং বাকি একটি গাইবেন ঐশী। সবগুলো গানের সুর করবেন ফরিদ আহমেদ।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএ/পিএম

অরুণ চৌধুরী ইয়াশ রোহান চেহারা ছবি