Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিয়ং ইয়ংয়ে প্রদর্শিত হবে ‘আলতা বানু’


৩ সেপ্টেম্বর ২০১৮ ১৭:০৪ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০১৮ ১৭:১৫

আলতা বানু

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

উত্তর কোরিয়ায় ‘পিয়ং ইয়ং ফিল্ম ফেস্টিভাল’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৯ থেকে ২৭ সেপ্টেম্বর। এই উৎসবেই ২৩ সেপ্টেম্বর দেখানো হবে বাংলাদেশের ছবি ‘আলতা বানু’ ছবিটি। অরুণ চৌধুরী পরিচালিত ছবিতে অভিনয় করেছেন মম, আনিসুর রহমান মিলন, রিক্তাসহ অনেকে। উৎসবে ছবিটি প্রদর্শিত হওয়ায় বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক অরুণ চৌধুরী নিজেই।

এ বিষয়ে অরুণ চৌধুরী বলেন, ‘এটি ‘‘আলতা বানু’’ সিনেমার তৃতীয় বিদেশ সফর। স্বাভাবিকভাবেই আমি খুব আনন্দিত। এটি আমার পরিচালিত প্রথম সিনেমা। ছবিটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেশের জন্য প্রশংসা নিয়ে আসবে, এই আমার প্রত্যাশা।’


আরও পড়ুন :  রবি’র মনে প্রেমের সূর্য


এর আগে ‘আলতাবানু’ প্রদর্শিত হয়েছে ‘টরেন্টো ফিল্ম ফ্যাস্টিভাল’ এবং কলকাতার ‘বাংলাদেশ ফিল্ম ফ্যাস্টিভাল’-এ।

‘আলতা বানু’ ছবিতে আলতা চরিত্রে মম ও বানু চরিত্রে অভিনয় করেছেন রিক্তা। ছোট বোনের হারিয়ে যাওয়া এবং তাকে খুঁজতে বের হওয়ার জার্নিতেই এগিয়েছে ছবির কাহিনী। এই চলাচলেই পরিচালক দৃশ্যে তুলে আনতে চেষ্টা করেছেন জীবন ও তার মূল্যবোধসহ নানা কিছু।

ছবিটি মুক্তি পায় চলতি বছরের ২০ এপ্রিল। ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

সারাবাংলা/পিএ/পিএম

অঞ্জন চৌধুরী আনিসুর রহমান মিলন আলতা বানু মম

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর