অবশেষে রাজনীতিতে রজনীকান্ত
৩১ ডিসেম্বর ২০১৭ ১২:০৪ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৭ ১২:০৫
এন্টারটেইনমেন্ট ডেস্ক
বড় পর্দায় যেভাবে দেখেন দর্শকরা, সব মুশকিল আহসান করতে হাজির থাকেন রজনীকান্ত। সেভাবেই তিনি আসতে চান বাস্তব জীবনেও। মানবতাকে রক্ষা করতে, নিপীড়িতদের অধিকার আদায় করতে আবারো মাঠে নামছেন তিনি। তবে এবার আর রুপালি পর্দার জমকালো দুনিয়ায় নয়, সরাসরি রাজনীতির মাঠে।
২০২১ সালে ভারতের বিধানসভার নির্বাচনে অংশ নেবেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। তার রাজনীতিতে আসার খবর নিয়ে অনেকদিন ধরেই চলছিলো গুঞ্জন। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রোববার সবার সামনেই রাজনীতিতে প্রবেশের কথা ঘোষণা দিয়েছেন রজনীকান্ত।
রাঘবেন্দ্রা নামের এক ভক্তের বিয়ের অনুষ্ঠানে গিয়ে রাজনীতি নিয়ে তার কিছু পরিকল্পনা জানান জানান রজনীকান্ত। জানালেন তামিলনাড়ুর ২৩৪টি আসনেই প্রার্থী দেবেন তিনি। তবে তার দলের নাম কী হবে তা এখনো বলেন নি এই সুপারস্টার।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি এবং ভক্তদের উদ্দেশ্যে রজনীকান্ত বলেন, ‘ধর্মীয় বা প্রচলিত প্রথার বাইরে, আমাদের পার্টি মানবতার জন্য কাজ করবে। আমি কোনো পদ বা ক্ষমতার জন্য রাজনীতিতে আসছি না। যদি তাই চাইতাম, ১৯৯৬ সালেই আসতে পারতাম।
রাজনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘একটা সময় ছিল, যখন শাসকরা অন্য রাজ্য দখল করতো। আর এখন শাসকশ্রেণী নিজেদের দেশেই লুট করে। এখানে গণতন্ত্রের চর্চা নেই। সব পরিস্কার করতে হবে।’
কথায় কথায় সুপারস্টার জানিয়েছেন তার প্রাথমিক পরিকল্পনা- ‘আমাদের রাস্তায় রাস্তায় ছড়িয়ে যেতে হবে। এক্ষেত্রে আমার ভক্তদের অনেক দায়িত্ব। সবার প্রথমে তাদের কাছে পৌঁছে দিতে হবে আমাদের বাণী। নারীদের বিশেষ গুরুত্ব দেয়ার প্রয়োজন আছে।’
রজনীকান্তের রাজনীতিতে আসার ঘটনা চাউর হওয়ার পর অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন। বিজেপি’র তিরুভালুর কার্যকরি কমিটির সদস্য সেলভারাজ বলেছেন, ‘আমি রজনীর ভক্ত। আমি তার তার সঙ্গে যোগ দেবো।’
সিনেমায় অনেকবার নেতার চরিত্রে অভিনয় করেছেন রজনীকান্ত। দর্শক-ভক্তরা তাকে দিয়েছেন ‘মাক্কাল কাভালান’ খেতাব। যার অর্থ ‘জনগণের রক্ষাকারী’। রজনী এখন বাস্তবেও সেই চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। সময়ের অপেক্ষা, এখানেও তিনি সুপারস্টার খেতাব ধরে রাখতে পারেন কি না?
সারাবাংলা/পিএ/পিএম