Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোলকের সেট থেকে [ফটো স্টোরি]


২ সেপ্টেম্বর ২০১৮ ২১:০৭ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০১৮ ১৯:২১

‘নোলক’ ছবির একটি দৃশ্যে শাকিব খান ও ববি। ছবি: আশীষ সেনগুপ্ত

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

নোলক ছবিটি নিয়ে অনেক বিতর্ক হয়েছে। মাঝপথে বদলে গেছে চলচ্চিত্রটির পরিচালকও। প্রযোজক-পরিচালক দ্বন্দ্বে ঘোলা হয়েছে বাংলা সিনেমার পরিবেশ। সেসময় ছবিটির ভবিষ্যতও পড়েছিল হুমকির মুখে। বিবাদের জল পরিচালক সমিতি পর্যন্ত গড়িয়ে যাওয়ায় শেষরক্ষা। তাই বেশ কিছুদিন বিরতির পর আবার শুরু হয়েছে শাকিব খান ও ইয়ামিন হক ববি অভিনীত এ ছবির দৃশ্যধারণের কাজ। তবে এবার রাশেদ রাহার বদলে নির্দেশনার চেয়ারে বসেছেন ছবিটির অর্থদাতা শাকিব সনেট। সেদিন তার দেখানো ছকেই হয়ে গেল নোলকের শিরোনাম সংগীতের শুটিং। তেজগাঁওয়ের কোক স্টুডিওতে তখন উপস্থিত ছিলেন সারাবাংলার স্পেশাল ফটোকরেসপন্ডেন্ট আশীষ সেনগুপ্ত।


ববি, নোলক ছবির গল্প আবর্তিত হবে যাকে ঘিরে

শাকিব, ছবিতে ববির সঙ্গী হবেন তিনি

শাকিব-ববির রোমান্স, আশীষ সেনগুপ্তের ক্যামেরা, মাঝখানে কাঁটাতার

আবেশে বন্ধ হয়ে গেল চোখ, ববিকে জড়িয়ে আছেন শাকিব

চুমু নয়, অভিনয়

যারা অভিনয় করেন এবং যারা অভিনয় করান, একই ফ্রেমে ধরা পড়লেন সবাই

‘কতটা মায়া তোর দুই চোখে, আমাকে করেছে ব্যাকুল’- ববিকে যেন এই কথাটিই বলেছেন শাকিব খান

উতলা ববিকে আগলে রাখার দৃশ্য

রানওয়েতে বিধ্বস্ত বিমানের মতো ববির গলায় মচকে গেল শাকিবের নাক

একটি দৃশ্য থেকে আরেকটি দৃশ্যে যাওয়ার আগের প্রস্তুতি

যেন ঠোঁট ছুঁয়ে প্রতিজ্ঞা করছেন তারা

‘আমরা দুজন চলতি হাওয়ার পন্থী’

সারাবাংলা/টিএস

বিজ্ঞাপন

আসিফের সঙ্গে সারাবাংলায় আড্ডা। পুরোটা দেখুন >>>

https://www.youtube.com/watch?v=LtQWltCxTCU&t=36s

আশীষ সেনগুপ্ত নোলক ববি শাকিব খান

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর