নোলকের সেট থেকে [ফটো স্টোরি]
২ সেপ্টেম্বর ২০১৮ ২১:০৭ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০১৮ ১৯:২১
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
নোলক ছবিটি নিয়ে অনেক বিতর্ক হয়েছে। মাঝপথে বদলে গেছে চলচ্চিত্রটির পরিচালকও। প্রযোজক-পরিচালক দ্বন্দ্বে ঘোলা হয়েছে বাংলা সিনেমার পরিবেশ। সেসময় ছবিটির ভবিষ্যতও পড়েছিল হুমকির মুখে। বিবাদের জল পরিচালক সমিতি পর্যন্ত গড়িয়ে যাওয়ায় শেষরক্ষা। তাই বেশ কিছুদিন বিরতির পর আবার শুরু হয়েছে শাকিব খান ও ইয়ামিন হক ববি অভিনীত এ ছবির দৃশ্যধারণের কাজ। তবে এবার রাশেদ রাহার বদলে নির্দেশনার চেয়ারে বসেছেন ছবিটির অর্থদাতা শাকিব সনেট। সেদিন তার দেখানো ছকেই হয়ে গেল নোলকের শিরোনাম সংগীতের শুটিং। তেজগাঁওয়ের কোক স্টুডিওতে তখন উপস্থিত ছিলেন সারাবাংলার স্পেশাল ফটোকরেসপন্ডেন্ট আশীষ সেনগুপ্ত।
সারাবাংলা/টিএস
আসিফের সঙ্গে সারাবাংলায় আড্ডা। পুরোটা দেখুন >>>
https://www.youtube.com/watch?v=LtQWltCxTCU&t=36s