Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কলকাতার মানুষও গানটি শুনছে’


২ সেপ্টেম্বর ২০১৮ ১৬:২৩ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০১৮ ১৮:১৭

শ্রাবন্তী চ্যাটার্জী। ছবি: সারাবাংলা

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।

শ্রাবন্তী যেনো রূপের মোহ ছড়ানো এক নারী। যিনি তার সৌন্দর্যের মাদকতায় মোহাচ্ছন্ন করে রেখেছেন দুই বাংলার ভক্তদের। তার শান্ত চোখে যেনো প্রশান্ত মহাসাগরীয় গভীরতা। সেই গভীরতা মাপতে ভক্তরা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন রুপালী পর্দার সামনে। শ্রাবন্তী আসেন। অভিনয় করেন। দর্শকদের হাসান। কাঁদান। তারপর সুখের পরিণতি। এরপর দর্শক প্রেক্ষাগৃহ থেকে বের হন। তৃপ্তির ঢেঁকুর তোলেন।

বিজ্ঞাপন

সুন্দরের পসরা সাজানো শ্রাবন্তী বাংলাদেশের দর্শকদের সামনে হাজির হচ্ছেন। যদিও এর আগে যৌথ প্রযোজনার ছবিতে অভিনয়ের সুবাদে তাকে বাংলাদেশের প্রেক্ষাগৃহে দেখা গেছে। এবার তিনি সম্পূর্ণ বাংলাদেশের স্থানীয় ছবিতে অভিনয় করেছেন। মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ছবিটির নাম ‘যদি একদিন’। এতে শ্রাবন্তীর বিপরীতে দেখা যাবে কন্ঠশিল্পী তাহসান ও ঢাকা অ্যাটাকখ্যাত অভিনেতা তাসকিন রহমানকে।


আরও পড়ুন :  দেউলিয়া হয়ে যাচ্ছেন প্রিয়াঙ্কার শ্বশুর


এসব কিছু পুরেনো খবর। নতুন খবর হলো, এই ছবির ডাবিংসহ সব ধরেনের কাজ ইতিমধ্যেই শেষ। সম্প্রতি ছবির একটি গান ইউটিউবে মুক্তি পেয়েছে। মুক্তির পর গানটি বেশ প্রশংসিত হয়। কলকাতায়ও গানটির জন্য প্রশংসিত হচ্ছেন শ্রাবন্তী। মুক্তি পাওয়া গান সম্পর্কে শ্রাবন্তী সারাবাংলাকে বলেন-

‘বাংলাদেশের পাশাপাশি কলকাতার মানুষও গানটি শুনছেন। সবাই খুব ভালো বলছেন। গানটি আমার নিজেরও খুব পছন্দ। পুরো ছবিটি মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছি। আমার কলকাতার ভক্তরাও ছবিটি দেখার জন্য উন্মুখ হয়ে আছেন। সবাই খুব উত্তেজিত।’

ছবি মুক্তির সময় বাংলাদেশে আসতে পারেন বলে জানান শ্রাবন্তী। তার কাছে বাংলাদেশ অসম্ভব ভালোলাগার দেশ। লাল সবুজের দেশটিতে ছবির প্রচারণা করতে যাওয়া আনন্দের বলে জানান তিনি।

বিজ্ঞাপন

এদিকে বাংলাদেশের আর কোন স্থানীয় বা যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করার কথাবার্তা চলছে কিনা জানতে চাইলে তিনি বলেন,‘আপাতত যৌথ প্রযোজনার কোনো ছবিতে অভিনয় করছিনা। এমনকি বাংলাদেশের কোন স্থানীয় ছবিতেও না। সামনে করা হবে কিনা এখনই বলতে পারছিনা। মানসম্মত কোন কাজের প্রস্তাব পেলে নিশ্চয়ই করব।’

সারাবাংলা/আরএসও/পিএম

তাসকিন তাহসান মোহাম্মদ মোস্তফা কামাল রাজ যদি একদিন শ্রাবন্তী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর