Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেউলিয়া হয়ে যাচ্ছেন প্রিয়াঙ্কার শ্বশুর


২ সেপ্টেম্বর ২০১৮ ১৬:২০ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০১৮ ১৮:১৫

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

প্রিয়াঙ্কা চোপড়ার হবু শশুর পল জোনাস ডুবে আছেন ঋণের জালে। যেকোনো সময় আমেরিকার আদালত তাকে দেউলিয়া ঘোষণা করতে পারে। নিক জোনাসের সঙ্গে বাগদান সম্পন্ন হওয়ার পনের দিনের মধ্যেই এ খবর প্রকাশ করলো যুক্তরাষ্ট্রের গণমাধ্যম।

পল জোনাস রিয়েল স্টেটের ব্যবসা করেন লস এঞ্জেলেসে। টিএমজে জানাচ্ছে, পলের কোম্পানি এক মিলিয়ন ডলার ঋণের জালে আটকে আছেন। যেখানে দুই লাখ আটষট্টি হাজার ডলার তিনি হেরেছেন একটি মামলায়। এখন পলের ব্যাবসা প্রতিষ্ঠান দেওয়লিয়া হয়ে গেছে বলে আদালতের কাছে আর্জি জানিয়েছে। সেই সঙ্গে কোম্পানির কিছু সম্পত্তি বিক্রির পরিকল্পনা করছেন পল।


আরও পড়ুন :  আসছে ‘ইন্দুবালা’


এর আগে জোনাস ভাইয়েরা (নিক এবং জো) মিলিয়নেরও বেশি অ্যালবাম বিক্রি করেছেন। সেখান থেকে বাবাকে ব্যবসায়ের মূলধনও দিয়েছিলেন তারা। বর্তমানে নিকের সম্পত্তির পরিমান ২৫ মিলিয়ন ডলার। যা তিনি আয় করেছেন একা। পশ্চিমা গণমাধ্যম বলছে পলের দুর্দিনে হয়তো পাশে দাঁড়াবে নিক।

যাই হোক, আগস্টের ১৮ তারিখে বোম্বেতে বাগদান সেড়েছেন নিক-প্রিয়াঙ্কা। এ বছরের শেষ দিকে হাওয়াই দ্বীপে তাদের বিয়ে করার পরিকল্পনা রয়েছে।

সারাবাংলা/টিএস/পিএম

নিক জোনাস পল জোনাস প্রিয়াঙ্কা চোপড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর