Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসছে ‘গানের রাজা’


১ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৪৯ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৫৮

গানের রাজা

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

শিশুদের মনন বিকাশে শুরু হচ্ছে গানের উৎসবনির্ভর রিয়েলিটি শো ‘গানের রাজা’। শোয়ের আয়োজন করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’। ছয় থেকে তেরো বছর বয়েসি শিশু-কিশোররা এই আয়োজনে অংশ নিতে পারবে। আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাতে আজ (১ সেপ্টেম্বর) রাজধানীর একটি অভিজাত ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান এই আয়োজনের সব কিছুতেই থাকবে ভিন্নতা। প্রতিযোগী শিশুরা পার্কে খেলবে, দোলনাতে চড়বে, খেলতে খেলতে গাইবে, বিচারকরা তাদের সঙ্গে খেলতে খেলতেই শেখাবেন। আর বাচ্চারা মজা করতে করতেই সবাইকে গান শোনাবে এই রিয়েলিটি শো এর মাধ্যমে।

সারাদেশ থেকে খুঁজে আনা প্রতিযোগিদের নানান পর্যায়ে গ্রুমিং এবং তালিমের প্রক্রিয়ায় ৪০টি পর্বের পর অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব। আর এভাবেই নির্বাচিত হবে ‘শিশু গানের রাজা’। এজন্য অক্টোবর মাস থেকে ঢাকাসহ দেশের সাতটি বিভাগে অডিশনের মাধ্যমে প্রতিযোগী নির্বাচন করা হবে। পুরো আয়োজন দেখানো হবে চ্যানেল আইয়ের পর্দায়।

অনুষ্ঠানটি পরিচালনা করবেন শহীদুল আলম সাচ্চু। আর কোমলমতি শিশুদের আচরণ ও দিক নির্দেশনা দেবেন দুজন বিচারক। তারা দুজনই হবেন সঙ্গীত অঙ্গনের মানুষ। তবে তাদের নাম এখনও প্রকাশ করেননি আয়োজকেরা।

গানের রাজা অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতা করছে এসিআই এক্সট্রা ফান কেক, এসিআই পিওর স্পাইসেস। সংবাদ সম্মেলনে এসিআই এবং চ্যানেল আইয়ের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/পিএ/পিএম

গানের রাজা রিয়ালিটি শো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর