Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসলে কোন ‘ঢাকা’?


১ সেপ্টেম্বর ২০১৮ ১৫:০০

ঢাকা

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

গতকাল (৩১ আগস্ট) নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স। ছবির নাম রাখা হয়েছে ‘ঢাকা’। যেখানে অভিনয় করবেন ‘থর’ খ্যাত অভিনেতা ক্রিস হেসমওর্থ। জো রুশো ও অ্যান্থনি রুশোর প্রযোজনায় ছবিটি নির্মাণ করবেন স্যাম হারগ্রেভ। সিনেমা বিষয়ক ম্যাগাজিন ডেডলাইন বলছে, ছবিটির গল্প আবর্তিত হবে ঢাকা শহরকে কেন্দ্র করে। তবে এটি কোন ঢাকা তা পরিস্কার করে বলা হয়নি প্রতিবেদনে।

বিজ্ঞাপন

দেশের অনেকেই মনে করছেন বাংলাদেশের রাজধানী ‘ঢাকা’কে আবর্তন করেই তৈরি হয়েছে গল্প। তবে এ ব্যাপারে এখনও সুনিশ্চিত কোন তথ্য দিতে পারেনি কেউই। আর নেটফ্লিক্স থেকে সিনেমার যে গল্পসংক্ষেপ ও শুটিং লোকেশন প্রকাশ করা হয়েছে তাতে অনেকেই ধারনা করছেন বাংলাদেশের সঙ্গে এই ছবিকে কোনভাবেই সংযুক্ত করা হবে না।

‘ঢাকা’ ছবির সিংহভাগ শুটিং ভারতে হবে। সে অর্থে দেশটির বিহার প্রদেশের ছোট্ট মফস্বল ‘ঢাকা’র কথা ভাবছেন অনেকে। এছাড়াও লেখক জর্জ অরওয়েলের সঙ্গে শহরটির নাম যুক্ত থাকায় পশ্চিমাদের কাছে শহরটি বেশ গুরুত্বপূর্ণ। ধারণা করা হচ্ছে, সিনেমায় যে ঢাকাকে দেখানো হবে সেটি আসলে বিহারের ঢাকা। প্রসঙ্গত, জর্জ অরওয়েল জন্মেছিলেন ঢাকার পাশেই মতিহারি এলাকায়।

ঢাকা হবে পুরদস্তুর মারপিট ধর্মী সিনেমা। যেখানে হেমসওর্থ অপহৃত একটি ভারতীয় শিশুকে ঢাকা থেকে উদ্ধার করবেন। ছবিতে হেমসওর্থের করা চরিত্রটি শারীরিকভাবে অনেক শক্তিসম্পন্ন হলেও মানসিকভাবে থাকবে ভঙ্গুর। ফলে ঢাকায় এসে তিনি নিজের আত্মপরিচয় খুঁজে পাবেন। এখান থেকে অনেক বিশ্লেষক বলছেন এটি হয়তো সে অর্থে ঢাকা শহরের গল্প নাও হতে পারে। এখানে ঢাকা বলতে লুকানো বা আড়ালের গল্পকে বুঝানো হবে। কারণ ছবির গল্পে অপহৃত শিশু ও হেমসওর্থের নিজেকে ফিরে পাওয়ার ঘটনাগুলো সেই ইঙ্গিতই দেয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আসছে নভেম্বরে শুরু হবে ‘ঢাকা’র দৃশ্যধারণ। চলবে ২০১৯ সালের মার্চ পর্যন্ত। ভারত ছাড়াও ইন্দোনেশিয়া আর হলিউডে বানানো কৃত্রিম সেটে ছবিটির শুটিং হবে।

সারাবাংলা/টিএস/পিএ/পিএম

অ্যান্থনি রুশো ক্রিস হেসমওর্থ জো রুশো ঢাকা নেটফ্লিক্স

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর