Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তপন চৌধুরীর কন্ঠে স্বস্তির গান


৩০ আগস্ট ২০১৮ ১৬:৪৪

তপন চৌধুরী

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

দীর্ঘ বিরতির পর গানে ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তপন চৌধুরী। একক অ্যালবাম ‘ফিরে এলাম’ প্রকাশের পরপরই তিনি ফিরলেন আরও দুটি নতুন গান নিয়ে। ঈদুল আজহা উপলক্ষে প্রকাশ পেয়েছে গানগুলো।

তপন চৌধুরীর নতুন দুটি গানই দ্বৈত কণ্ঠের। এগুলোতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন এ সময়ের দু’জন গায়িকা। তারা হলেন হৈমন্তী ও নন্দিতা। ‘এই মিষ্টি হাওয়ার রাতে’ শিরোনামের গানটি লিখেছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এতে তপন চৌধুরীর সঙ্গে গেয়েছেন নন্দিতা। অন্য গান ‘আড়াল হলেই তুমি’ লিখেছেন সাখাওয়াত হোসেন মারুফ। এতে তপন চৌধুরীর সহশিল্পী হৈমন্তী। দুটি গানের সুর-সংগীত করেছেনে উজ্জল সিনহা।

তপন চৌধুরী এখন কানাডায়। নতুন গান নিয়ে তিনি বলেছেন, ‘কয়েক মাস আগে নতুন অ্যালবাম নিয়ে গানে ফিরেছি। এবার বাংলাঢোলের তত্ত্বাবধানে নতুন দুটি গান প্রকাশ হলো। আমার সঙ্গে হৈমন্তী ও নন্দিতা ভালো গেয়েছেন। আমার বিশ্বাস গানগুলো শ্রোতাদের কানে স্বস্তি দেবে।’

তপন চৌধুরীর গানগুলো উপভোগ করা যাচ্ছে বাংলাঢোলের ইউটিউব চ্যানেল, বাংলাঢোল অডিও অ্যাপ ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন ও এয়ারটেলস্ক্রিনে।

সারাবাংলা/পিএ/পিএম

তপন চৌধুরী

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর