শিল্পকলায় শুরু হচ্ছে দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী
৩০ আগস্ট ২০১৮ ১৬:২৪ | আপডেট: ৩০ আগস্ট ২০১৮ ১৮:৪৪
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
বাংলাদেশসহ ৬৮টি দেশের ৪৬৫ জন শিল্পীর ৫৮৩টি শিল্পকর্ম নিয়ে শুরু হতে যাচ্ছে চারু শিল্পের বৃহৎ মিলনমেলা। ১ সেপ্টেম্বর থেকে শিল্পকলা একাডেমিতে মাসব্যাপী চলবে ‘১৮তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ ২০১৮’।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় হচ্ছে এই আয়োজন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মো: নাসির উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ‘১৮তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ ২০১৮’ এর পর্যবেক্ষক প্রফেসর এমিরেটাস তেতসুইয়া নোদা এবং স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এছাড়াও মঞ্চে উপস্থিত থেকে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করবেন জুরি বোর্ডের সভাপতি শিল্পী শাহাবুদ্দিন আহমেদ।
চারুশিল্পীদের মতবিনিময়ের অনন্য পটভূূমি হিসেবে ‘দ্বি-বার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ’ আজ বিশ্বের বিভিন্ন দেশের শিল্পী ও শিল্প-সমঝদারদের বন্ধুত্বের এক অনুপম সেতুবন্ধনরূপে গড়ে উঠেছে। নানা দেশ ও সংস্কৃতির ভেতর থেকে উঠে আসা শিল্পী ও শিল্প-সংশ্লিষ্টদের মধ্যে ভাবের এই আদান প্রদানের সুফল আমরা দেখতে পাচ্ছি শিল্পকলা-সংক্রান্ত নানা গবেষণায় এবং তাদের বৈচিত্র্যেময় সৃজন সমাহারে।
এবারের আয়োজনে বিশ্বের প্রায় সকল অঞ্চলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। ২৬৬ জন বিদেশী শিল্পীর মধ্যে ২২৩ জন শিল্পী প্রতিযোগিতায় শিল্পকর্ম জমা দিয়েছেন, ২৯ জন বিদেশি শিল্পী বিশেষ আমন্ত্রণে অংশ নিচ্ছেন এবং ১৪ জন পারফরমেন্স আর্টিস্ট এবার তাদের শিল্পনৈপুণ্য প্রদর্শন করছেন। এ আয়োজনে অংশগ্রহণ করছেন ১৯৯ জন বাংলাদেশী শিল্পী, তাদের মধ্যে ১০৭ জন শিল্পী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, ১৩ জন মাস্টার পেইন্টারের প্রদর্শনী থাকছে, বিশেষ আমন্ত্রণে অংশ নিচ্ছেন ৬৩জন শিল্পী এবং ১৬ জন দেশীয় পারফর্মেন্স আর্টিস্ট তাদের শিল্পনৈপুণ্য প্রদর্শন করছে । এই মেগা প্রদর্শনীতে দেশীয় শিল্পীদের ২০৩টি আর্টওয়ার্কের এক বিরাট শিল্পযজ্ঞ পরিবেশিত হচ্ছে।
এবারের আয়োজনের মধ্যে থাকছে দেশী-বিদেশি শিল্পীদের মোট ৩৬৮টি পেইন্টিং, প্রিন্ট ও ফটোগ্রাফি, ৩৩টি ভাস্কর্য, ৫২টি ইনস্টলেশন আর্ট এবং ৩০ জন পারফর্মেন্স আর্টিস্ট-এর শিল্পনৈপুণ্য প্রদর্শনী। আয়োজনের মধ্যে আরও থাকছে ১২ জন বাংলাদেশী নবীন শিল্পীর অংশগ্রহণে এবং শিল্পী বিশ্বজিৎ গোস্বামীর তত্ত্বাবধানে ‘ইয়াং আর্ট প্রজেক্ট’। দেশী-বিদেশি ৪৬৫ জন শিল্পীর ৫৮৩টি শিল্পকর্মের এ বিশাল শিল্পযজ্ঞে অন্তর্ভূক্ত রয়েছে আন্তর্জাতিক সেমিনার, পেইন্টিং, ভাস্কর্য, আলোকচিত্র, প্রাচ্যকলা, প্রিন্ট মেকিং, ভিডিও আর্ট, মৃৎশিল্প, পারফর্মেন্স আর্ট, নিউ মিডিয়া এবং স্থাপনা শিল্প । বিশেষ সংযোজন হিসেবে রয়েছে কারুপণ্য মেলা, ফুড কোর্ট, আর্ট ক্যাফে, শিশু কর্ণার, আর্ট ক্যাম্প, পারফর্মেন্স আর্ট ওয়ার্কশপ এবং ভাস্কর্য উদ্যান।
শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় মাসব্যাপী চলবে এই আয়োজন।
সারাবাংলা/পিএ/পিএম