কলকাতায় আগে মুক্তি পাবে মাহির ছবি
২৯ আগস্ট ২০১৮ ১৪:৩৫ | আপডেট: ২৯ আগস্ট ২০১৮ ১৪:৪০
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
যৌথ প্রযোজনার সিনেমা ‘তুই শুধু আমার’। ছবিটি ৩১ অগস্ট মুক্তি পেতে যাচ্ছে কলকাতায়। ছবিতে মাহির সঙ্গে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক সোহম এবং ওম।
‘তুই শুধু আমার’ ছবিতে মাহি অভিনয় করেছেন এক মডেলের চরিত্রে। এ মডেলের জীবনে অনেক উচ্চাকাঙ্খা। তা পূরণ করতে গিয়েই ঘটতে থাকে নানা ঘটনা।
এর আগে ওমের সঙ্গে ‘অগ্নি ২’ ছবিতে অভিনয় করেছেন মাহি। সেটিও ছিল যৌথ প্রযোজনার ছবি। ‘তুই শুধু আমার’ ছবিতে প্রথমবার মাহি অভিনয় করলেন সোহমের সঙ্গে।
এরইমধ্যে অনলাইনে প্রকাশ পেয়েছে ছবির গান আর ট্রেইলার। দেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কলকাতার এসকে মুভিজের প্রযোজনায় ছবিটি যৌথভাবে নির্মাণ করেছেন দেশের অনন্য মামুন ও কলকাতার জয়দ্বীপ মুখার্জি।
আরও পড়ুন : বিপদে আছেন হৃত্বিক রোশন
ছবিটি কলকাতায় মুক্তি পাওয়ার ঘোষণা এলেও এদেশে ছবিটি কবে মুক্তি পাবে তা এখনও চূড়ান্ত হয়নি। এদেশে এখনও সেন্সর ছাড়পত্রের জন্য ছবিটি জমা দেয়া হয়নি।
ঈদ উপলক্ষে সম্প্রতি মুক্তি পেয়েছে মাহি অভিনীত দুটি সিনেমা। যার মধ্যে একটির নাম ‘মনে রেখ’। এই ছবিতে মাহির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার বনি। আর ‘জান্নাত’ ছবিতে মাহির বিপরীতে ছিলেন চিত্রনায়ক সায়মন।
সারাবাংলা/পিএ/পিএম