হাওয়াই দ্বীপে মালাবদল করবেন প্রিয়াঙ্কা-নিক
২৮ আগস্ট ২০১৮ ১৭:৫৭ | আপডেট: ২৮ আগস্ট ২০১৮ ১৮:১২
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়ার বাগদান হয়ে গেল বেশ ঘটা করে। বাগদানের আলোচনাও আপাতত শেষ। দুজনেই ফিরে গেছেন নিজেদের কর্মক্ষেত্রে। কাজ করছেন সিনেমায় আর গানে। তবে এ জুটির ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, কবে বিয়ে করবেন নিকিয়াঙ্কা। আর বিয়ের অনুষ্ঠান হবে কোথায়?
শোনা যাচ্ছে, হাওয়াই দ্বীপেই নাকি বিয়ের অনুষ্ঠান করবেন নিক-প্রিয়াঙ্কা। নিকের পছন্দ সমুদ্র, আর প্রিয়াঙ্কা পছন্দ করেন দ্বীপদেশ। তাই প্রশান্ত মহাসাগরে হাওয়াই দ্বীপপুঞ্জ হতে পারে এ জুটির আকাঙ্ক্ষিত বিয়ের গন্তব্য। বিয়েটা যেখানেই হোক, ধারণা করা হচ্ছে বাগদানের মতো তাদের বিয়ের অনুষ্ঠান নিয়েও বেশ ভালোই আলোড়ন উঠবে সবখানে।
আরও পড়ুন : ‘বিষয়টা সময়ের ওপর ছেড়ে দিয়েছি’
বিয়ের স্থান অনেকটা নিশ্চিত হয়ে গেলেও নিক-প্রিয়াঙ্কা কবে বিয়ে করবে সেটি এখনও নিশ্চিত করে বলেনি কোন পক্ষ। হলিউড-বলিউডের কোন স্বীকৃত গসিপ ম্যাগাজিনও জানাচ্ছে না তাদের বিয়ের তারিখ। তবে প্রিয়াঙ্কার ঘনিষ্ট একটি সূত্র জানাচ্ছে ডিসেম্বরেই হয়তো মালাবদল করবেন এ জুটি।
সারাবাংলা/টিএস/পিএ