Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নজরুল পুরস্কার পেলেন দুই গুণীজন


২৭ আগস্ট ২০১৮ ২০:২৮

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

আজ (২৭ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম প্রয়াণ দিবস। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছরের মতো দেয়া হয়েছে ‘নজরুল পুরস্কার’। ২০১৭ সালের নজরুল পুরস্কার পেয়েছেন নজরুল সংগীত গবেষক অধ্যাপক ড. রশিদুন নবী এবং নজরুল সংগীত শিল্পী খায়রুল আনাম শাকিল।

সোমবার বিকেলে জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কাজী নজরুলের নাতনি খিলখিল কাজীসহ আরও অনেকে।

ড. রশিদুন নবী এবং খায়রুল আনাম শাকিলকে পুরস্কৃত করা ছাড়াও অনুষ্ঠানে প্রকাশ করা হয় নজরুল সমগ্র। আমন্ত্রিত অতিথিরা নজরুল সমগ্র-এর মোড়ক উন্মোচন করেন।

কবি নজরুল ইনস্টিটিউট এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের প্রথমেই ছিল আলোচনা অনুষ্ঠান, তারপর হয় পুরস্কার প্রদান এবং সবশেষ অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে নজরুলের গান কবিতা পরিবেশন করেন শিল্পীরা।

সারাবাংলা/পিএ

কাজী নজরুল ইসলাম নজরুল পুরস্কার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর